

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আহলে সুন্নাত ওয়াল জামাত, বাংলাদেশ এর একক রাজনৈতিক সংগঠন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, পোমরা ইউনিয়ন শাখার আয়োজনে
পবিত্র শবে মেরাজ,ওরশে খাজা আজমির (রহ.) ও ওরশে শেরে বাংলা (রহ.) এর উদযাপন উপলক্ষে তাফসীরুল কোরআন মাহফিল শনিবার(২৫জানুয়ারি) দিনব্যাপী রক্তের গ্রুপ নির্ণয় ও মাহফিলের মধ্যে দিয়ে গোছরা চৌমুহনীর ময়দানে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, পোমরা শাখার সভাপতি মাওলানা এস.এম.আবদুল কাদের এর সভাপতিত্বে তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান অতিথি ছিলেন

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, রাঙ্গুনিয়া উপজেলা সাবেক সভাপতি হাফেজ মাওলানা রুহুল আমিন কাদেরী,উদ্বোধক ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,কেন্দ্রীয় পরিষদের আইন বিষয়ক সচিব এডভোকেট ইকবাল হাছান।বিশেষ অতিথি ছিলেন পোমরা জামেউল উলুম ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মারফতুন্নুর কাদেরী, জামেয়া নঈমীয়া তৈয়বীয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ শাহ আলম কাদেরীসহ অসংখ্য আলেম-ওলামা কেরাম কেরাম বক্তব্য রাখেন।
তাফসীরুল কুরআন মাহফিলে আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, রাঙ্গুনিয়া উপজেলার সাধারণ সম্পাদক মাহামুদুর রশিদ মাসুদ, পোমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি ড. মুহাম্মদ হাবিবুর রহমান,কেন্দ্রীয় ছাত্রসেনার সাবেক সভাপতি এইচ.এম. শহীদুল্লাহ্, ইসলামী ফ্রন্টের নেতা মাওলানা সৈয়দ মুহাম্মদ জাহেদুল হক,মাওলানা আবদুর রহিম, মাওলানা মুহাম্মদ সিদ্দিক আহমেদ,মাওলানা খায়রুল আমিন চিশতি, মাওলানা মুহাম্মদ এয়াকুব আলী, মাওলানা নেজাম উদ্দিন, তাফসীরুল কুরআন মাহফিল প্রস্তুতি কমিটি আহবায়ক মুহাম্মদ সানাউল্লাহ,সদস্য সচিব মুহাম্মদ ফারুক শাহ, কেন্দ্রীয় মইনীয়া যুব ফোরামের সাধারণ সম্পাদক আকবর হোসেন রুবেল, রাঙ্গুনিয়া উপজেলা গাউছিয়া কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল হক সরোবর, পোমরা গাউছিয়া কমিটির সহ সভাপতি কাজী ইউসুফ, পোমরা গাউছিয়া সমিতির সভাপতি মাস্টার ইসমাইলসহ যুব ও ছাত্রনেতা নেতা মাওলানা আবদুল খালেক,শাহে ইমরান রনি, রবিউল মোস্তফা রাফি, জাহাঙ্গীর আলম, বেলাল উদ্দিন, মাওলানা রায়হান রেজা, মাওলানা আবদুল মাবুদ, মাওলানা সেলিম উদ্দিন কাদেরী, মাওলানা মুসলেহ উদ্দিন জাবেদ,মুহাম্মদ ইকবাল হোসাইন,আহলে সুন্নাত ওয়াল জামাত,ইসলামী ফ্রন্ট,যুবসেনা ও ছাত্রসেনার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,পোমরা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোজাহেদুল ইসলাম এর সঞ্চালনায় কুরআন ও সুন্নাহের আলোকে তাফসীরুল কুরআন মাহফিলে দেশবরেণ্য ওলামায়ে কেরাম তাফসীর পেশ করেন জামেয়া আহমদিয়া সুন্নীয়া আলিয়া কামিল মাদ্রাসার প্রধান ফকিহ আবুল হাসান মুহাম্মদ ওমায়ের রেজভী,রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মুফতি মাওলানা আহমদুল্লাহ ফোরকান খান কাদেরী, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, রাঙ্গুনিয়া উপজেলা শাখার শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মুফতি মাওলানা সাইফুল ইসলাম কাদেরী।

তাফসীরুল কুরআন মাহফিল উপলক্ষে সকালে প্রায় আড়াইশো মানুষের রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী পালন করেন সেনানী ব্লাড ডোনেশন ক্লাব।