রাঙ্গুনিয়ায় বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা, রাঙ্গুনিয়া উপজেলা শাখার মতবিনিময় সভা বুধবার (৫ মার্চ) বিকালে উপজেলার মরিয়মনগর চৌমুহনীস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,রাঙ্গুনিয়া উপজেলার সভাপতি করিম উদ্দিন হাছানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাস্টার মাহামুদুর রশিদ মাসুদের সঞ্চালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, রাঙ্গুনিয়া উপজেলা সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ছানাউল্লাহ,অর্থ সম্পাদক জামাল উদ্দিন,শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম,আইন বিষয়ক সম্পাদক মুহাম্মদ দিদার,সদস্য মুহাম্মদ দিদার,যুবসেনা মধ্যম-দক্ষিণের সভাপতি মাওলানা আরিফুর রহমান রাশেদ, সহ সভাপতি আলতাফ হোসেন,সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ বেলাল উদ্দিন,
অর্থ সম্পাদক তারেক হোসাইন,সহ প্রচার সম্পাদক মোহাম্মদ হারুন,উপজেলা ছাত্রসেনা মধ্যম- দক্ষিণের সভাপতি শাহে এমরান রনি, সাধারণ সম্পাদক রবিউল মোস্তফা রাফি, সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক, উপজেলা ছাত্রসেনা উত্তরের সভাপতি জয়নাল আবেদীন,সহ সভাপতি জমির উদ্দীন প্রমুখ।
সভায় ইফতার মাহফিলসহ সাংগঠনিক কার্যাক্রম বেগমান করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানানো হয়।