

আগামীকাল রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদপ্রার্থী হয়েছেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা দিদারুল আলম দিদার।
মঙ্গলবার (১৬ জুলাই) সকালে তিনি ফরম সংগ্রহ করেন।

এসময় তিনি বলেন,আধুনিক রাঙ্গুনিয়ার রুপকার কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি’র উন্নয়নকে বেগবান ও সংগঠনের সাংগঠনিক কাঠামো সুসংগঠিত ও গতিশীল করতে সভাপতির পদপ্রার্থী হয়েছি।
ছাত্রজীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত হয়েছি।ছাত্রজীবন থেকে অদ্যবধি পর্যন্ত ছাত্রলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের সাথে সম্পৃক্ত থেকে আ’লীগের যে কোন আন্দোলন ও সংগ্রামে অংশগ্রহণ করেছি।

এছাড়াও দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে নেতা-কর্মীসহ সক্রিয় অংশগ্রহণ করে অধ্যবধি আওয়ামী সেচ্ছাসেবকলীগের সকল কর্মসূচি পালন করে এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জননেতা ড. হাছান মাহমুদ এমপি মহোদয়ের নির্দেশক্রমে জাতীয় নির্বাচন থেকে শুরু করে সকল প্রকার কর্মসূচিতে অংশ গ্রহন করে পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অবদান রাখার চেষ্টা করি।
তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদসহ রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দের দোয়া প্রত্যাশা করেন।