আজ বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য রাঙ্গুনিয়া উপজেলা সেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলনের মাধ্যমে কে হচ্ছেন সভাপতি ও সাধারণ সম্পাদক তা নিয়ে চলছে জল্পনা কল্পনা।
রাঙ্গুনিয়া উপজেলা সেচ্ছাসেবক লীগের সম্মেলনে তিন জন সভাপতি ও তিন জন সাধারণ সম্পাদক পদপ্রার্থী হয়েছেন। তৎমধ্যে রাঙ্গুনিয়া উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার,সহ সভাপতি আজিম উদ্দিন,সহ সভাপতি হারুন কোম্পানি সভাপতি এবং ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেন,সহ সভাপতি হেলাল তালুকদার ও আতিক সুজন সাধারণ সম্পাদক পদপ্রার্থী হয়েছেন।
তবে সভাপতি ও সাধারণ সম্পাদক উভয় পদপ্রার্থী তাদের প্রীয় নেতা বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত করবে বলে আশা পোষণ করেন। তাদের উভয়ের শেষ ভরসা তাদের প্রিয় নেতা পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।
তারা উভয় বিশ্বাস করেন তাদেরকে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করলে রাঙ্গুনিয়া উপজেলা সেচ্ছাসেবকলীগকে সুসংগঠিত করার পাশাপাশি আগামী যেকোনো আন্দোলন সংগ্রামে নেতাকর্মীদের নিয়ে কাজ করবে।