বিপুল উৎসাহ ও উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম এর রাঙ্গুনিয়ায় লালানগর ইউনিয়ন ছাত্রলীগের ত্রি- বার্ষিক সম্মেলন বেড়িবাঁধস্থ কেজি স্কুলের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ ফেব্রুয়ারী) বিকেলে লালানগর ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন উপলক্ষে জাতীয় সংগীত ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সম্মেলনের উদ্বোধন ঘোষনা করেন উপজেলা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক।
ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল বিন জব্বার ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তৌহিদ বিন তাহের এর সঞ্চালনায় সম্মেলনে উদ্বোধক ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল রাসু,প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আ'লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ও চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইদ্রিস আজগর, প্রধান বক্তা ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো.আলী শাহ।
সম্মেলনে সম্মানিত অতিথি ছিলেন উপজেলা আ'লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার,উপজেলা আ'লীগের সদস্য মীর তৌহিদুর ইসলাম কাঞ্চন,সদস্য আবদুর রহিম,বাবু শৈবাল চক্রবর্তী, উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী, ইউনিয়ন আ'লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম,সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা বাবুল, ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক সিরাজুল করিম বিপ্লব, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহামুদুর হাসান, সাবেক সাংগঠনিক সম্পাদক মঈনুদ্দিন তালুকদার, উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম, উপজেলা তাতীলীগের আহবায়ক মোর্শেদ তালুকদার প্রমূখ।
এদিকে সম্মেলনের শুরুতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থীরা কর্মী ও সমর্থক নিয়ে সম্মেলনস্থলে মিছিল সহকারে যোগদান করেন।