চট্টগ্রাম এর রাঙ্গুনিয়ায় দেশের সর্ববৃহৎ বেসরকারি শহীদ হালিম -লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা বিপুল উৎসাহ,উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে শুক্রবার (১ ডিসেম্বর) সকাল অনুষ্ঠিত হয়েছে ।
রাঙ্গুনিয়া উপজেলার উত্তর, দক্ষিণ ও মধ্যম জোনের আয়োজনে রাঙ্গুনিয়া আর্দশ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়,রাণীরহাট আল-আমিন হামেদিয়া ফাযিল মাদরাসা ও বেতাগী রহমানিয়া জামউল উলুম সিনিয়র মাদ্রাসায় এ তিনটি কেন্দ্র ৩য় থেকে ৮ম শ্রেণির প্রায় দুই হাজার জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে। সকাল থেকে অংশগ্রহণকারী ছাত্র/ছাত্রীরা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কেন্দ্রে উপস্থিত হতে থাকে।
পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র পরিদর্শন করেন শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি কেন্দ্রীয় উপদেষ্টা পীরজাদা মাওলানা গোলামুর রহমান আশরফ শাহ, এডভোকেট আবু নাছের তালুকদার,কেন্দ্রীয় পরিচালক অধ্যাপক এমরানুল ইসলাম জাবেদ,সাবেক কেন্দ্রীয় পরিচালক ইবরাহিম খলিল,কেন্দ্রীয় সাবেক ভাইস চেয়ারম্যান এইচ.এম শহীদুল্লাহ্,শহীদ হালিম -লিয়াকত স্মৃতি বৃত্তি রাঙ্গুনিয়া উপজেলার উপদেষ্টা আকতার হোসেন,মাহমুদুর রশিদ মাসুদ, আবদুল কাদের, আশরাফ সরোয়ার, শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি রাঙ্গুনিয়া উপজেলা (মধ্যম-দক্ষিণ) এর সাবেক পরিচালক করিম উদ্দীন হাছান, মীর হাবিবুল্লাহ,আলতাফ হোসেন, ক.ম.ফ ইকবাল হোসেন, মাওলানা সাইফুল ইসলাম, রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক এম মিজানুর রহমান, সহকারী প্রধান শিক্ষক আবু সায়েম,প্রবাসী গাউছিয়া কমিটির সভাপতি নুরুল ইসলাম, শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি রাঙ্গুনিয়া উপজেলা (মধ্যম-দক্ষিণ) এর পরিচালক নাছির উদ্দীন নাহিদ,উপ পরিচালক (সার্বিক) রবিউল মোস্তফা রাফি,উপ পরিচালক (নিয়ন্ত্রক) শাহে এমরান রনি, সাবেক প্রচার সম্পাদক বেলাল উদ্দীন প্রমূখ।
রাঙ্গুনিয়া মধ্যম দক্ষিণ জোনের পরিচালক মাওলানা নাছির উদ্দীন নাহিদ ও উপ পরিচালক রবিউল মোস্তফা রাফি সারাদেশে একযোগে এক অভিন্ন প্রশ্নের সকাল থেকে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভবিষ্যতে যেন এ পরীক্ষা অব্যাহত থাকে এজন্য সার্বিক সহযোগিতা কামনা করেন।