

সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় রাঙ্গুনিয়ায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট আয়েশা আখতার ও পৌরসভার কাউন্সিল দিলু আকতারসহ তিন নারী পেয়েছেন জয়িতা পুরস্কার।
শনিবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় উদ্যোগে স্বাধীনতা অঙ্গনে বেগম রোকেয়া দিবস উদযাপন ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রম উপলক্ষে আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে এদের হাতে সম্মাননা স্মারকের পুরস্কার তুলে দেন বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার ও নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানী।

সবার মধ্যে ঐক্য গড়ি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি’ স্লোগানে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস এবং জয়িতা পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা নারী ও শিশু বিষয়ক কার্যালয়।
রাঙ্গুনিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বাবু স্বজন কুমার তালুকদার।

‘অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী,স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার দেব প্রশাস চক্রবর্তী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজিজুর রহমান, একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা,রাঙ্গুনিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নির্মল কান্তি দাশ, সাধারণ সম্পাদক ড.আবদুল মাবুদ,উপজেলা মহিলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুবি আকতার সহ সরকারি কর্মকর্তা, নারী নেত্রী, নারী উদ্যোক্তাসহ অনেকেই।
