চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ঐতিহ্যবাহী পোমরা রোশাই পাড়া ঈদ-এ মিলাদুন্নবী (দ.) উদযাপন কমিটির আয়োজনে এলাকাবাসী ও প্রবাসীদের সার্বিক সহযোগিতায় পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দ.) উদযাপন উপলক্ষে জশনে জুলুস ও মিলাদ মাহফিল বৃহস্পতিবার (৫ অক্টোবর) দিনব্যাপী পোমরা জামেউল উলুম ফাযিল মাদরাসার মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
সকালে পোমরা জামেউল উলুম ফাযিল মাদরাসার মাঠ প্রাঙ্গণ থেকে জশনে জুলুস শুরু হয়ে আছুয়া পাড়া-বুলবুলি পাড়া-সামতালুকতার বাড়ি- মালির হাট-মহতি পাড়া-ছাইনী পাড়া-গীরিজ ফকির বাড়ি- গোছরা চৌমুহনী হয়ে কাপ্তাই সড়ক প্রদক্ষিণ-শান্তিরহাট হয়ে একইস্থানে মিলাদ মাহফিল মধ্যে দিয়ে শেষ হয়।
রাতে পোমরা জামেউল উলুম ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মারফতুন্নুর কাদেরী’র সভাপতিত্বে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মিলাদ মাহফিলে কুরআন ও সুন্নাহ’র আলোকে বক্তব্য রাখেন কুষ্টিয়া থেকে আগত মাওলানা মুখলেছুর রহমান বাঙালি, মাওলানা মুহাম্মদ খায়রুল আমিন চিশতি, মাওলানা মুহাম্মদ এয়াকুব, মাওলানা নুরুল ইসলাম প্রমূখ।
রোশাই পাড়া ঈদ-এ মিলাদুন্নবী (দ.) উদযাপন কমিটির কর্মকর্তা শফিউল আলম ও আশরাফুল হক হারুন এর সঞ্চালনায় মাহফিলে উপস্থিত ছিলেন কবির আহমদ তালুকদার,নুরুল ইসলাম মেম্বার,আবু তাহের মেম্বার,আলহাজ্ব আজিজুর রহমান সওদাগর,আলহাজ্ব এম. এ বাবুল,আবদুল মান্নান সওদাগর, আকতার হোসেন, জসিম উদ্দিন, ছৈয়দুল আলম, মুহাম্মদ শাখাওয়াত হোসেন, আলহাজ্ব মুহাম্মদ হারুন, কামল হোসেন,ওমর ফারুক,মাস্টার রফিকুল ইসলাম,প্রবাসী ইকবাল ছালেহ,জাকির হোসেন,সাংবাদিক দেলোয়ার হোসাইন, ইউপি সদস্য ইব্রাহিম হোসাইন, হিলফুল ফুজুল একতা সংঘের সাবেক সভাপতি ইকবাল হোসাইন,ইমাম হোসাইনী কাফেলার সাবেক সভাপতি ওয়াহিদ হোসেনসহ রোশাই পাড়ার সর্বস্তরের নেতৃবৃন্দসহ ইমাম হোসাইনী কাফেলা ও হিলফুল ফুজুল এর কর্মকর্তা ও সদস্যবৃন্দ।