চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিপুল উৎসাহ ও উৎসব মুখর পরিবেশে ওয়ালটনের এক্সক্লুসিভ ডিলার শো-রুম ‘শাহ আমানত ইলেকট্রনিকস’ এর, উদ্যোগে ওয়ালটন ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২০’এ ঘোষিত ননস্টপ মিলিয়নিয়ার অফার উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ জুন) দুপুরে রোয়াজারহাটস্থ ওয়ালটনের এক্সক্লুসিভ ডিলার ‘শাহ আমানত ইলেকট্রনিকস’ শো- রুমে সমাজের বিভিন্ন স্তরের মান্যগন্য ব্যক্তিবর্গ উপস্থিততে অনুষ্ঠিত হয়।
দুই রঙের টি-শার্ট গায়ে র্যালিটি রোয়াজারহাট শাহ আমানত শো-রুম প্রাঙ্গন থেকে শুরু হয়ে কাপ্তাই- চট্টগ্রাম সড়কের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে সেরা পণ্যে সেরা অফার, নন স্টপ মিলিয়নিয়ার’; ‘৩০ জনের পর এবার কারা হবেন মিলিয়নিয়ার’; ‘রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার,’এরকম নানা চমকপ্রদ অফারসম্বলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড। র্যালির পাশাপাশি জনকল্যাণমুখী বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল গরমে সুস্থ থাকার বিষয়ে জনসচেতনতা সৃস্টি, ঠান্ডা শরবত খাওয়ানো, স্থানীয় ক্রেতাদের ননস্টপ মিলিয়নিয়ার ক্যাম্পেইন সম্পর্কে অবহিত করা এবং ক্যাম্পেইনের প্রচারপত্র বিলিসহ নানা কর্মসূচী চালানো হয়। শাহ আমানত ইলেকট্রনিকস এর স্বত্ত্বাধিকারী লোকমানুল হক তালুকদার ও জাবেদ তালুকদারের ব্যবস্থাপনায় এসব কর্মসূচীতে অংশ নেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন,সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম,রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী, উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুচ, উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন রিয়াজ, উপজেলার সেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল রাসু, ওয়ালটনের ডেপুটি এসিস্ট্যান্ট ডিরেক্টর মো. সেলিম হোসাইন প্রমুখ।
আনন্দ র্যালীর মাধ্যমে বর্ণাঢ্য এই প্রচার কার্যক্রম স্থানীয় ক্রেতা-দর্শণার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। উৎসুক পথচারী ও আগ্রহী ক্রেতাদের মাঝে বিতরণ করা হয় লিফলেট। উল্লেখ্য ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২০’ এ ঘোষিত ননস্টপ মিলিয়নিয়ার অফারের পাশাপাশি শাহ আমানত ইলেকট্রনিকস এর রাঙ্গুনিয়ার রোয়াজারহাট, মরিয়মনগর চৌমুহনি ও ধামাইর হাট শোরুম থেকে টিভি, ফ্রিজ, এসিসহ যেকোনো ওয়ালটন পণ্য কিনলেই পাবেন লটারী, আর এর মাধ্যমেই পেতে পারেন নিশ্চিত নানা মূল্যবান উপহার সামগ্রী।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, ‘ওয়ালটন আমাদের দেশের পণ্য। ওয়ালটনের উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে। দেশের টাকা দেশেই থাকবে। আমাদের অর্থনৈতিক মুক্তির জন্য ওয়ালটনের পণ্যকে গুরুত্ব দিতে হবে।’
তারা বলেন, ‘ওয়ালটন বিশ্বমানের পণ্য তৈরি ও বাজারজাত করছে। ডিজিটাল বাংলাদেশকে এগিয়ে নিতে শতভাগ ডিজিটালাইজেশনকে গুরুত্ব দিয়ে কাজ করছে ওয়ালটন।’