

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আ’লা হযরত স্মৃতি সংসদ এর উদ্যোগে গাউছিয়া কমিটি বাংলাদেশ, আঞ্জুমান-এ এহইয়ায়ে সুন্নাহ বাংলাদেশ,এলাকাবাসী ও প্রবাসীদের সার্বিক সহযোগিতায় রাঙ্গুনিয়া পৌরসভা দক্ষিণ নোয়াগাওঁ বায়তুল নুর জামে মসজিদ প্রাঙ্গণে ইমামে আহলে সুন্নাত,শায়খুল ইসলাম, কলম সম্রাট, দেড় হাজারের অধিক গ্রন্থের প্রণেতা, হিজরি চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ আ’লা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজেলে বেরেলভী (রহ.)১০৫তম ওফাত বার্ষিকী উদযাপন উপলক্ষে ওরছে আ’লা হযরত ও আ’লা হযরত স্মৃতি ইসলামী পাঠাগার এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১সেপ্টম্বর) বিকালে ওরছে আ’লা হযরত ও আ’লা হযরত স্মৃতি ইসলামী পাঠাগার এর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি ভারতের উত্তর প্রদেশ,বেরেলভী শরীফ খানকায়ে আলীয়া কাদেরিয়া বারকাতিয়া রযভীয়া এর সাজ্জাদানশীন আওলাদে আ’লা হযরত খতিবে আজমে হিন্দ আলহাজ্ব আল্লামা তৌছিফ রেযা খান কাদেরী বেরেলভী (ম. জি.আ)।

আ’লা হযরত স্মৃতি ইসলামী পাঠাগারের সভাপতি মাওলানা লিয়াকত আলী কাদেরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার জিল্লুর রহমান শাকিল এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাওলানা মিনহাজুল ইসলাম কাদেরী,মাওলানা শাহীন উদ্দিন কাদেরী, মাওলানা গোলামুন্নবী, মাওলানা নিজাম উদ্দিন নুরী,হাফেজ মাওলানা আবদুল রহিম,মাওলানা নুরুল আবছার কাদেরী, মাওলানা কাউছারুল আনোয়ার,মাওলানা মুহাম্মদ আলমগীর হোসেন প্রমূখ।
ওরছে আ’লা হযরত ও আ’লা হযরত স্মৃতি ইসলামী পাঠাগার এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাউন্সিল নুরুল আবছার জসিম কমিশনার, মোতায়াল্লী নাছিম উদ্দিন মাতব্বর, পৌরসভা গাউছিয়া কমিটির সাধারণ সম্পাদক আবদুল সবুর,
ওয়ার্ড গাউছিয়া কমিটির সভাপতি আবদুল সালাম, কোববান আলী,উপজেলা আ’লীগের সহ দপ্তর সম্পাদক হালিম আবদুল্লাহসহ বিভিন্ন স্থানীয় মান্যগন্য ব্যক্তিবর্গ।

এছাড়াও উপস্থিত ছিলেন আ’লা হযরত স্মৃতি ইসলামী পাঠাগারের সিনিয়র সহ সভাপতি ইন্জিনিয়ার মুহাম্মদ ইকবাল,সহ সভাপতি মোহাম্মদ হেলাল, সহ সভাপতি রাসেল,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাসুদ,অর্থ সম্পাদক মাওলানা মিজানুর রহমানসহ সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের প্রধান ও বিশেষ অতিথিসহ সংগঠন এর নেতৃবৃন্দ জানান, দেশ ও সমাজকে পরিবর্তনের জন্য পাঠাগারের ভূমিকা অপরিসীম এবং আমরা মনে করি পাঠাগার স্থাপনের মাধ্যমে এলাকা ও সমাজের যুব সমাজকে মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখবে বিশেষ করে ঈমাম ও আক্বিদা রক্ষায় আ’লা হযরত স্মৃতি ইসলামী পাঠাগার ভূমিকা রাখবে।