

চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় বাফুফে ওয়ান স্টার সনদ প্রাপ্ত ক্রীড়া সংগঠন শেখ রাসেল ফুটবল একাডেমির আয়োজনে শেখ রাসেল কাপ ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ডে পঞ্চম খেলায় রাউজানের কদলপুর ফুটবল একাডেমিকে ৩-১ গোলে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উঠে চকবাজার স্পোর্টিং ক্লাব।

সোমবার (২৪জুলাই) বিকালে পোমরা উচ্চ বিদ্যালয় এর খেলাার মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য খেলায় এ জয় লাভ করে মাঠ ছাড়ে চকবাজার স্পোর্টিং ক্লাব।
শেখ রাসেল ফুটবল টুর্ণামেন্টের পরিচালনা কমিটির আহবায়ক আহমদ আলী নঈমী সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা আ’লীগের প্রভাবশালী সদস্য ও পোমরা ইউনিয়ন আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জাহেদুল ইসলাম,উদ্বোধক ছিলেন পোমরা ইউনিয়ন আ’লীগের সহ সভাপতি আলহাজ্ব আবদুল মান্নান,স্বাগত বক্তব্য রাখেন সরকারের মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপির একান্ত সহকারী শেখ রাসেল ফুটবল একাডেমি রাঙ্গুনিয়ার প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব এমরুল করিম রাশেদ।

ফুটবলার আবদুল ছবুরের সঞ্চালনায় খেলায় বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা আ’লীগের সহ- দপ্তর সম্পাদক হালিম আবদুল্লাহ,পৌরসভা আ’লীগ এর সিনিয়র সহ সভাপতি এনামুল হক,পোমরা ইউনিয়ন আ’লীগের সহ সভাপতি ওয়াহিদুল কবির চৌধুরী, সাধারণ সম্পাদক মাস্টার মোসলেম উদ্দিন, শেখ রাসেল ফুটবল একাডেমির সহ সভাপতি আলহাজ্ব এম.এ বাবুল, মাস্টার বদিউর আলম,ইউপি সদস্য আবু জাফর তালুকদার, আলমগীর তালুকদার রনি,পোমরা ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক আমির হামজা, শাখাওয়াত হোসেন,প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার আজিজ, বিশিষ্ট ব্যবসায়ী সেকান্দর হোসেন,পোমরা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মমতাজ মিয়া,ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক শফিউল আলম,পোমরা ইউনিয়ন যুবলীগের সভাপতি মঈন উদ্দীন,সাধারণ সম্পাদক আসিফুর করিম সাব্বু, ফুটবলার আবদুল মান্নান, মুহাম্মদ সেলিম প্রমুখ।

সাবেক ফুটবলার মোজাম্মেল হক ফরিদ ও আবদুল্লাহ আল মামুন উপস্থাপনায় বাফুফে প্রশিক্ষণ প্রাপ্ত প্রধান রেফারি রতন কান্তি গুপ্ত, সহকারী রেফারি বিটু বড়ুয়া ও আবদুল খালেক পরিচালনায় খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন কদলপুর ফুটবল একাডেমি ও চকবাজার স্পোর্টিং ক্লাব।

খেলার প্রথমার্ধে শুরু থেকেই আক্রমণ ও পাল্টা আক্রমণে মধ্যে দিয়ে চকবাজার স্পোর্টিং ক্লাব ২-০ গোলে এগিয়ে যায়, দ্বিতীয়ার্ধেও শুরুতে চকবাজার স্পোর্টিং ক্লাবের তুষার তার দ্বিতীয় গোলটি দিয়ে ৩-০ গোল ব্যবধানে এগিয়ে যায় পরবর্তীতে কদলপুর ফুটবল একাডেমি পাল্টা আক্রমণ করে শাকিব এর গোলে একটি গোল পরিশোধ করে। ফলে ৩-১ গোলে মাঠ ছাড়ে চকবাজার স্পোর্টিং ক্লাব।

সুন্দর খেলা ও সর্বোচ্চ ২ গোল দাতা চকবাজার স্পোর্টিং ক্লাবের তুষারকে সেরা খেলোয়াড় এর সম্মাননার ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা।