চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের অবস্থিত বিভিন্ন মসজিদের কবরস্থান সমূহের কবর খননসহ দাফন-কাফনে সহায়তা করে এমন ব্যক্তিদের গণসংবর্ধনা প্রদান করেন আল জামাল ফাউন্ডেশনের চেয়ারম্যান সিআইপি এইচ.এম জামাল।
বৃহস্পতিবার (৭ নভেম্বর ২০২৪ ইং) রাতে আল-জামিয়াতুল ইসলামিয়া মেহেরিয়া মুুঈনুল ইসলাম ও এতিমখানা মাদরাসার বার্ষিক সভায় এ সংবর্ধনা প্রদান করা হয়।
আল জামাল ফাউন্ডেশনের চেয়ারম্যান সিআইপি এইচ.এম জামাল সহ মুফতি মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী ও মাওলানা আনাস মাদানি উপস্থিতে কবরখননকারীদের ফুলেল শুভেচ্ছা,চাদর এবং নগদ টাকা উপহার দিয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় মুফতী রেজাউল করিম আবরার,ইন্জিনিয়ার মুহাম্মদ উল্লাহ মেহেদী, মুফতি দিলদার বিন কাশেম, মুহাম্মদ জমিরসহ অনেকে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এসময় সিআইপি জামাল জানান,যারা কবরখননসহ দাফন কাফন কাজে সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে দীর্ঘ দিন ধরে এ কাজটি করে আসছেন। তবে সরকারি বা বেসরকারিভাবে তাদের কোনো স্বীকৃতি নেই। সমাজ বা এলাকায় কারও মৃত্যুসংবাদ শুনলেই ছুটে যান তারা। কারোর ডাকের অপেক্ষা করেন না।এই ব্যতিক্রমধর্মী সংবর্ধনার অনুষ্ঠান আয়োজন করতে পেরে মহান আল্লাহর দরবার শুকরিয়া জ্ঞাপন করেন এবং আজকে তাদের পাশে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করেছেন সিআইপি এইচ এম জামাল।