চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আলজামিয়া আল কুরআনিয়া(ইউনুছিয়া আজিজুল উলুম) চন্দ্রঘোনা মাদ্রাসার প্রতিষ্ঠাতা, সাবেক পরিচালক ও বনগ্রাম মদিনাতুল উলুম মাদ্রাসাসহ বিভিন্ন মাদ্রাসা ও মসজিদ এর প্রতিষ্ঠাতা কবি ও আরবি সাহিত্যেক আলহাজ্ব আল্লামা শায়খ আবদুল হক সলিম (রহ.) এর জীবন কর্ম শীর্ষক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ ডিসেম্বর) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালনের মধ্যে দিয়ে চন্দ্রঘোনা ইউনুছিয়া মাদ্রাসার ময়দানে মাদ্রাসার প্রধান পরিচালক মাওলানা মুহাম্মদ নিজামুদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
মাওলানা আজিজুল হাসান ও মাওলানা হাবিবুল্লাহ এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন আল-জামিয়া ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক আল্লামা উবায়দুল্লাহ হামজা,সম্মানিত বিশেষ অতিথির বক্তব্যে রাখেন রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র আলহাজ্ব শাহাজাহান সিকদার,চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস আজগর।
স্মরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চন্দ্রঘোনা ইউনুছিয়া মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা মুফতি নুরুল কবির কাসেমী, মাওলানা ফোরকান উল্লাহ খলিল, মাওলানা মুফতি আবদুল কাদের,মাওলানা মুহাম্মদ হাফেজ সোলতান, মাওলানা হাজী মুহাম্মদ ইউসুফ, মাওলানা জাফর সাদেক, মাওলানা আবদুল মান্নান দানিশ, মাওলানা সরোয়ার কামাল, মাওলানা রহমতুল্লাহ সিপাহি, মাওলানা মীর আহমদ, মাওলানা নাছির উদ্দীন, মাওলানা নজরুল ইসলাম, মরহুমের পরিবার বর্গের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা রহমতুল্লাহ শাহীন, মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ,মাওলানা ক্বারী ইউসুফ প্রমূখ।
এছাড়াও রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন মাদ্রাসার পরিচালক, সহকারী পরিচালকসহ আলেম- ওলামাবৃন্দ,মাদ্রাসার ছাত্রবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।