চট্টগ্রামর রাঙ্গুনিয়া উপজেলাস্থ দরবার-এ বেতাগী আস্তানা শরীফের প্রতিষ্ঠাতা আল্লামা হাফেজ হাকিম শাহ মুহাম্মদ বজলুর রহমান (রহঃ)’র সুযোগ্য ছাহেব জাদা বেতাগী আন্জুমান রহমানিয়ার প্রতিষ্ঠাতা কুতুবে যামান রাহনুমায়ে শরিয়ত ও তরিকত,হযরত শাহ্ মুহাম্মদ জিল্লুর রহমান আলী শাহ্ (রহঃ) এর ১৫ তম বার্ষিক ওরছ চারদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচীর সমাপনী দিবসে মিলাদ মাহফিলের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার (৮ আগষ্ট) দরবার- এ বেতাগী আস্তানা শরীফের প্রাঙ্গণে অনুষ্ঠিত দিনব্যাপী ওরশ শরীফে সভাপতিত্বে করেন বেতাগী আস্তানা শরীফ এর সাজ্জাদানশীন ও কেন্দ্রীয় বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত পীরজাদা গোলামুর রহমান আশরাফ শাহ।
ওরশ শরীফ উপলক্ষে বাদে আছর মিলাদ মাহফিলে দেশ বরণ্য ওলামায়ে কেরাম বক্তব্য রাখেন আনজুমান রিচার্স সেন্টারে মহাপরিচালক বিশিষ্ট লেখক ও গবেষক আল্লামা এম. এ মান্নান, কেন্দ্রীয় আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের কো- চেয়্যারম্যান আল্লামা হাফেজ সোলাইমান আনছারী, হাটহাজারী দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত সৈয়দ আমিনুল হক আল কাদেরী, পোমরা জামেউল উলুম ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মারফতুন্নুর কাদেরী,নারায়ণগঞ্জ দারুল সুন্নাহ কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মুফতি আলী আকবর,বেতাগী রহমানিয়া জামেউল উলুম আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা ইলিয়াছ নূরী,শাহাজাদা জিয়াউর রহমান আহমদ উল্লাহ, নারায়ণগঞ্জ শাহী মহল্লা সিনিয়র মাদরাসার আরবি প্রভাষক মুফতি মাওলানা কুতুব উদ্দিন, মাওলানা মাহফুজুল হক কাদেরী, শাহজাদা মাহাবুবুল রহমান ছফিউল্লাহ, শাহাজাদা ওবায়দুল রহমান পেঠানশাহ, মাওলানা জসিম উদ্দিন আবিদি, মাওলানা আহমদ করিম নঈমী, শাহাজাদা হাসান, শাহাজাদা হোসাইন, শাহাজাদা সৈয়দ সরোবর আজম, মাওলানা হাবিবুর রহমান প্রমূখ।
ওরশ শরীফে উপস্থিত ছিলেন হিজরি বর্ষবরণ উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এনামুল হক সিদ্দিকী,চট্টগ্রাম উত্তর জেলা যুবসেনার সভাপতি আজিম উদ্দীন আহমদ,সাবেক সাধারণ সম্পাদক মীর মুহাম্মদ হাবিব উল্লাহ,কেন্দ্রীয় যুবসেনার নেতা অধ্যাপক ইশতিয়াক রেজা,বেতাগী ইউনিয়ন যুবসেনার সাধারণ সম্পাদক মাওলানা আরিফুর রহমান রাশেদসহ ধর্মপ্রাণ সুন্নী মুসলমানবৃন্দ।
প্রসঙ্গত, ওরশ শরীফ উপলক্ষে বেতাগী আন্জুমান এ রহমানিয়ার পক্ষ থেকে চারদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচীর পালন করেছে তৎমধ্যে সমাপনী দিবসের কর্মসূচী পালন ছাড়াও প্রথম দিবসে এলাকার সর্বসাধারণের বিনামূল্যে সমন্বিত মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসাসেবক, দ্বিতীয় দিবসে পরিবেশ রক্ষার জন্যবৃক্ষ রোপণ কর্মসূচী ও তৃতীয় দিবসে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মুক্তিযোদ্ধা ভিত্তিক ও ধর্মীয় বই বিতরণ করা হয়েছে।