চট্টগ্রামর রাঙ্গুনিয়া উপজেলাস্থ দরবার-এ বেতাগী আস্তানা শরীফের প্রতিষ্ঠাতা আল্লামা হাফেজ হাকিম শাহ মুহাম্মদ বজলুর রহমান (রহঃ)’র সুযোগ্য ছাহেব জাদা বেতাগী আন্জুমান রহমানিয়ার প্রতিষ্ঠাতা কুতুবে যামান রাহনুমায়ে শরিয়ত ও তরিকত,হযরত শাহ্ মুহাম্মদ জিল্লুর রহমান আলী শাহ্ (রহঃ) এর ১৬ তম বার্ষিক ওরছ মিলাদ মাহফিলের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার (২৭ জুলাই) দরবার- এ বেতাগী আস্তানা শরীফের প্রাঙ্গণে অনুষ্ঠিত দিনব্যাপী ওরশ শরীফে সভাপতিত্বে করেন বেতাগী আস্তানা শরীফ এর সাজ্জাদানশীন পীরে তরিকত পীরজাদা গোলামুর রহমান আশরাফ শাহ।
এসময় পীরজাদা গোলামুর রহমান আশরাফ শাহ বলেন, আল্লামা জিল্লুর রহমান আলী শাহ (রহ) ছিলেন শরিয়ত তরিকতের খেদমতে ও মানবসেবায় উৎসর্গীত ব্যক্তিত্ব। নির্লোভ নিরহংকার তাকওয়া বুজুর্গই ছিল তাঁর জীবনাদর্শ। এতদঞ্চলে সুন্নিয়ত, শরিয়ত ও তরিকতের খেদমতে তিনি অসামান্য অবদান রেখে স্মরণীয় হয়ে আছেন।
ওরশ শরীফ উপলক্ষে বাদে আছর মিলাদ মাহফিলে দেশ বরণ্য ওলামায়ে কেরাম বক্তব্য রাখেন মাওলানা জিয়াউর রহমান আহমদ উল্লাহ আবু শাহ, ওবায়দুর রহমান পেঠান শাহ, অধ্যক্ষ আল্লামা তৈয়ব আলী, শাহজাদা শাহ আহসান উল্লাহ শাহচান্দ, শাহজাদা মাহবুবুর রহমান ছফিউল্লাহ, অধ্যক্ষ আল্লামা ইলিয়াস নূরী, এ এফ মোহাম্মদুর রহমান, মফিজুল ইসলাম সিকদার,শাহজাদা মোহাম্মদ আমিনুল হক শাহ হাসান, শাহজাদা ফকরে শামসুল আরেফীন, শাহজাদা মোহাম্মদ মুছা, মাওলানা জসিম উদ্দিন আবেদী, অ্যাডভোকেট রেজাউল করিম বাবর, করিম উদ্দিন হাছান, মাহামুদুর রশিদ মাসুদ, মিজানুর রহমান,আজিম উদ্দিন আহমেদ জনি, হাফেজ মাওলানা আবদুল হাই, মুহাম্মদ আলমগীর, মাওলানা আরিফুর রহমান রাশেদ, মাওলানা আইয়ুব আলী আজমী, মাওলানা মুহাম্মদ সালাহ উদ্দিন, মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী, ফজলুল করিম তালুকদার, মাওলানা কাযী ছৈয়দুর রহমান, মাওলানা হাফিজুর রহমান রুমি, শাহজাদা মুহাম্মদ হাসান, শাহজাদা মুহাম্মদ হোসাইন, মাওলানা বদর শাহ, মাওলানা মুহাম্মদ আলী নঈমী, শাহজাদা দোস্ত মোহাম্মদ কবির, মাওলানা মুফতী আলী আকবর, মাওলানা কুতুব উদ্দিন, শাহজাদা মোহাম্মদ শফিকুর রহমান, শায়ের মাওলানা ইসহাক, মোহাম্মদ আলম শাহ, মোহাম্মদ হাশেম কন্ট্রাক্টর, বখতিয়ার সওদাগর, ডা. মোহাম্মদ ইউছুফ, নজরুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ হারুন,দেলওয়ার হোসাইন সাইফু, এহসানুল করিম, মোহাম্মদ সোলায়মান, মাওলানা আহমদ করিম নঈমী, মাওলানা হাবিবুর রহমান ফারুক প্রমুখ।
মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করেন সাজ্জাদানশীন পীরজাদা গোলামুর রহমান আশরাফ শাহ।পরে আগত অতিথি ও ভক্ত বৃন্দের মধ্যে তবররক বিতরণ করেন দরবার-এ পক্ষ থেকে।