চট্টগ্রামের রাঙ্গুনিয়া লালানগর ইউনিয়নের কৃষি জমির টপ সয়েল কেটে মাটি বিক্রির দায়ে শহীদুল আলম নামে এক ইউপি সদস্যকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২ জানুয়ারি) দুপুরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাঙ্গুনিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জামশেদুল আলমের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন।
এ বিষয়ে তথ্য নিশ্চিত করে মো. জামশেদুল আলম বলেন, রাঙ্গুনিয়ায় অবৈধভাবে মাটিকাটা, পাহাড় কাটাসহ সব ধরনের অনিয়ম রোধে প্রশাসন কাজ করছে। এরই ধারাবাহিকতায় উপজেলার লালানগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গজালিয়া এলাকায় কৃষি জমির উর্বর মাটি (টপ সয়েল) কেটে বিক্রির অপরাধে শহীদুল আলম নামের স্থানীয় এক ইউপি সদস্যকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।