

চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উদযাপন উপলক্ষে কোদালা রাজানগর একতাই শক্তি’র উদ্যোগে উন্মুক্ত শর্টপিছ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা বুধবার (২১ ফেব্রুয়ারী) বিকালে কোদালা রাজানগর হাজী শাহ আলম সংলগ্ন মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বীতা করেন কোদালা সবুজ বাংলা ক্রিকেট একাদশ বনাম চন্দ্রঘোনা পূর্ব কদমতলী স্পোর্টিং ক্লাব। কোদালা সবুজ বাংলা প্রথম ব্যাটে করে নির্ধারিত ৮ ওভাবে ৭২ রান সংগ্রহ করে। জয়ের জন্য নেমে ৬২ :রানে অলআউট হয়ে যায় চন্দ্রঘোনা পূর্ব কদমতলী স্পোর্টিং ক্লাব। ১০ রানে বিজয় অর্জন করেন কোদালা সবুজ বাংলা ক্রিকেট একাদশ।
কোদালা ৪:নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আজগর আলীর সভাপতিত্বে খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কোদালা ইউনিয়ন আ’লীগের উপ- প্রচার সম্পাদক উপজেলা যুবলীগের সাবেক সহ সভাপতি আনোয়ার হোসেন, প্রধান অতিথি ছিলেন কোদালা ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক মো. লোকমান মেম্বার, প্রধান বক্তা ছিলেন বেলজিয়াম আওয়ামী যুবলীগের ধর্ম সম্পাদক শোয়েব হোসেন।

খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য ফজল করিম,লিয়াকত আলী,জমির উদ্দিন তালুকদার, হাবিবুল্লাহ খোকন,কোদালা ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক আবদুল গাফফার, বিশিষ্ট সমাজসেবক মাসুদ কামাল,কোদালা ইউনিয়ন যুবলীগের সভাপতি আবদুল জব্বার,সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম,কোদালা ইউনিয়ন তাঁতীলীগের সভাপতি জুবায়ের আহমদ টিটু,কোদালা ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি মোহাম্মদ রাশেদ,সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিমসহ খেলা পরিচারনা কমিটির তৌফিক,ফরহাদ, ফয়সাল, আসিফ, তাহসিন, ইনসান, সাঈদ, রায়হান,সাগর প্রমূখ।

খেলার শেষে সেরা দর্শক, সেরা কিপার আরফাত, সেরা পিললিং রাহাত,সেরা বোলার নজরুল ইসলাম, ম্যান অব দ্যা ম্যাচ কাইছার, ম্যান অব দ্যা সিরাজ নজরুল ইসলাম এবং রানার্স আপ ও চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন অতিথিরা।