চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় রাঙ্গুনিয়া সরকারি কলেজের গেইটের পশ্চিম পার্শ্চে কাপ্তাই সড়ক সংলগ্ন মোটর সাইকেলের পার্টস বিক্রয় ও সেকেন্ড হ্যান্ড মোটরস বাইকের শো-রুম গাজী মোটরস ও কে.এম মোটরস এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার(৭জুন) সকালে উভয় শো-রুমের স্বত্বাধিকারী গাজী মুন্না,মুহাম্মদ কাইছার ও অতিথিবৃন্দ ফিতা কেটে শুভ উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সাবেক সিনিয়র সহসভাপতি পারভেজ হোসেন,মরিয়ম নগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো.সেলিম,স্বত্বাধিকারী গাজী মুন্না ও মুহাম্মদ কাইছার এর শ্রদ্ধেয় পিতা গাজী ইসমাইল সওদাগর,আবদুল নবী সওদাগর,ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন বাদশা,সহ সভাপতি মুহাম্মদ বেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর মাসুদ,রাঙ্গুনিয়া কলেজ ছাত্রলীগের সভাপতি ইমতিয়াজ হোসেন, উপজেলা তাতীলীগের যুগ্ম আহবায়ক বিপু তালুকদার, বিশিষ্ট দানবীর গাজী দোস্ত মুহাম্মদ,গাজী কাঞ্চন প্রমূখ।
গাজী মোটরস ও কে.এম মোটরস গ্যালারি শো-রুমে পুরাতন-নতুন সকল ধরনের বাইক ক্রয়-বিক্রয় করা করা, পার্টরস বিক্রয়সহ সেকেন্ড হ্যান্ডের সুযোগ-সুবিধা রয়েছে এছাড়াও বাইকের সকল পার্টরস সূলভ মূল্যে পাওয়া যাবে।