

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সরফভাটায় রাঙ্গুনিয়া গার্লস আইডিয়াল স্কুলের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবছর নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ,২০২৪ সালের এস.এস.সি পরিক্ষার্থীদের বিদায়, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে সরফভাটার ইত্যাদি চত্বরে স্কুলের মাঠ প্রাঙ্গণে রাঙ্গুনিয়া গার্লস আইডিয়াল স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি মো. খালেদ মোশারফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সহকারী শিক্ষক মোহাম্মদ আলমগীর এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরফভাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবেক কেন্দ্রীয় যুবলীগের নেতা আলহাজ্ব শেখ ফরিদ উদ্দিন চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির চট্টগ্রামের সভাপতি ডাক্তার আবুল ফজল,সাধারণ সম্পাদক আবুল কালাম চৌধুরী,যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খোকন,সরফভাটা সমিতি চট্টগ্রামের সাধারণ সম্পাদক প্রকৌশলী কেফায়েত উল্লাহ,সরফভাটা ইউনিয়ন আ’লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জমির উদ্দিন,কৃষি বিষয়ক সম্পাদক খোরশেদ আলম সুজন, স্কুলের পরিচালক ও উপজেলা যুবলীগের সদস্য মাহবুবুল আলম,পরিচালক মো. ওমর ফারুক, আই.এফ. আই.সি ব্যাংক,সরফভাটা উপ শাখার ইনচার্জ কামনা বিশ দেবদাস, গ্লোবাল ইসলামী ব্যাংক, সরফভাটা শাখার অফিসার জাহিদুল আলম, নুরুল আজিম, ওমর বিন খাত্তাব নুরানী মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা শাহা জাহান,সহকারী প্রধান শিক্ষক মাওলানা ইসমাইল, স্কুলের প্রধান শিক্ষক নাসরিন সুলতানাসহ স্কুলের অন্যান্য শিক্ষক -শিক্ষিকা ও স্থানীয় মান্যগন্য ব্যক্তিবর্গ।
