সারাদেশের ন্যায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ ( বাগীশিপ) কেন্দ্রীয় কমিটির এর আয়োজনে স্বর্ণপদক গীতা প্রতিযোগিতা পরীক্ষা বিপুল উৎসাহ,উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে শুক্রবার (৫এপ্রিল) সকালে অনুষ্ঠিত হয়েছে।
রাঙ্গুনিয়া উপজেলা বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদের সহযোগিতায় রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণে বেগম জাকির হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় ও উত্তরে রাঙ্গুনিয়া খিলমোগল রসিক উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।
পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র পরিদর্শন করেন রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুপায়ন সুশীল,নির্বানী তোষ সাহা ভাস্কর, প্রধান পৃষ্টপোষক চন্দন সরকার,প্রধান উপদেষ্টা সঞ্জিব সুশীল,বাগীশিক রাঙ্গুনিয়া উপজেলার সভাপতি রাজীব দত্ত,সাধারণ সম্পাদক শিবু চক্রবর্ত্তী, বেগম জাকির হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রের আহবায়ক সঞ্জয় চৌধুরী, কেন্দ্র সচীব তুষার দাশ, পরীক্ষা নিয়ন্ত্রক অমত্য প্রসাদ রিন্টু,খীলমোগল স্কুলের আহবায়ক বিপ্লব আচার্য্য, কেন্দ্র সচীব সৌমেন সাহা,পরীক্ষা নিয়ন্ত্রক জয় চক্রবর্ত্তী, সুমন কুমার দে, সুমন কান্তি দে, সঞ্জয় দত্ত, সজল দাশ,নোটন দাশ, অনিক দে, অনুজিৎ দে, অমিতাভ চৌধুরী, মিলন বিশ্বাস, উজ্জ্বল দে, সঞ্জিত কুমার শীল, রনধীর কুমার দে, লিটন চন্দ্র দে, মিলন বিশ্বাস, অর্ণব দত্ত, ছোটন চক্রবর্ত্তী,কাজল বিন্দু বণিক, তুষার পাল,বাদল কান্তি নাত, বিশ্বজিৎ আইচ প্রমুখ।
আয়োজক কমিটি আরো জানান,সারাদেশে একযোগে অভিন্ন প্রশ্নপত্রের মাধ্যমে সকাল থেকে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। লিখিত পরীক্ষা ৫০ নাম্বারে অনুষ্ঠিত হয়েছে।এখান থেকে ৯ জন শিক্ষার্থীকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ করা হবে। উত্তীর্ণ ৯ জন শিক্ষার্থীকে জেলা পর্যায়ে আগামী ১৮ এপ্রিল অনুষ্ঠিতব্য চট্টগ্রাম জেএমসেন হলে পরীক্ষায় অংশগ্রহণ করবে। সেখান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের স্বণপদক পুরস্কৃত করা হবে বলে। ভবিষ্যতে এ পরীক্ষা অব্যাহত থাকে এজন্য সার্বিক সকলের সহযোগিতা কামনা করেন।