চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সরফভাটা ইউনিয়নের এক অসহায় পরিবারকে গৃহনির্মাণের জন্য ঢেউটিন প্রদান করা সরফভাটার সামাজিক ও সেবামূলক সংগঠন সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটি চট্টগ্রাম।
মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকালে রাঙ্গুনিয়া উপজেলার পশ্চিম সরফভাটা ৪ নম্বর ওয়ার্ড বাঘখায়ের বাড়ির বাসিন্দা ডেজি আকতার (৩৫)কে হাতে ঢেউটিন হস্তান্তর করেন সোসাইটির নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেনসোসাইটি’র সভাপতি ডা. আবুল ফজল, সাধারণ সম্পাদক আবুল কালাম, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম খোকন। মানবিক সংগঠনের অন্যতম সদস্য এবং সোসাইটির সদস্য কামরুল ইসলাম।
ডেজি আকতার বলেন, ৫ সন্তানসহ মোট ৭ সদস্যকে নিয়ে অতি কষ্টে মানবেতর জীবন যাপন করছিলাম। অর্থের অভাবে পরিবারের ভরণ-পোষণ এবং গৃহনির্মাণ করা তার জন্য অসম্ভব হয়ে পড়েছে। সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটি আমাকে ঘর নির্মাণের জন্য ঢেউটিন দিয়েছে। আমি ও আমার পরিবার তাদের প্রতি কৃতজ্ঞা জানাই।