চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এর আয়োজনে ৫০তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সোমবার (১২সেপ্টেম্বর)বিকালে উপজেলাস্থ শিশুমেলা মডেল স্কুলের মাঠ অনুষ্ঠিত হয়েছে।
রাঙ্গুনিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বাবু স্বজন কুমার তালুকদার,স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা।
সহকারী শিক্ষক মাস্টার মুক্তি সাধন বড়ুয়া এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর পদুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম সরীফ,উত্তর পারুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরম কান্তি দাশ,সুখবিলাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আজাদসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক সৌমেন কান্তি শাহা, আলমগীর, রাজু প্রসাদ বড়ুয়া, বৈশাখী দাশ গুপ্ত, মানিক কুমার বড়ুয়া, মান্না বড়ুয়া,আন্দ কুমার বড়ুয়া, জাহাঙ্গীর আলম, সুরভী বড়ুয়া, আজিজুল ইসলামসহ বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে জানান,গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতা”রাঙ্গুনিয়া উপজেলার(মাধ্যমিক,কারিগরি ও মাদ্রাসা) শিক্ষা প্রতিষ্ঠান সমূহকে চারটি উপজোনে অন্তর্ভূক্ত করে বিগত ১০ই সেপ্টেম্বর বিভিন্ন ইভেন্টে(মধ্যম ও বড় দলে)ফুটবল,হ্যান্ডবল,কাবাডি,সাতাঁর,দাবা ও সাইক্লিং এর বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। পরে জোন থেকে বিজয়ীদের নিয়ে উপজেলা শিশুমেলা মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।