
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন গাউসিয়া কমিটির আয়োজনে পবিত্র মাহে রবিউল আউয়াল মাসকে স্বাগত জানিয়ে বর্ণাট্য স্বাগত র্যালী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(৩সেপ্টেম্বর) সকালে চন্দ্রঘোনাস্থ মাদ্রাসা এ- তৈয়্যবিয়া অদুদিয়া সুন্নিয়া ফাযিল মাদ্রাসার গেইট হতে স্বাগত জুলুসটি বের হয়ে ফেরিঘাট,দোভাষীবাজার ও লিচুবাগান কাপ্তাই সড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে লিচুবাগান সিএনজি স্টেশন চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চন্দ্রঘোনা ইউনিয়ন গাউসিয়া কমিটির সভাপতি মাস্টার মুহাম্মদ ইউছুপ এর সভাপতিত্বে ও মাওলানা সালাউদ্দিন নেজামী`র সঞ্চালনায় উদ্বোধক ছিলেন চন্দ্রঘোনা ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামাআত সভাপতি আল্লামা জরিফ আলী আরমানী, প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা দক্ষিণ মধ্যম গাউসিয়া কমিটি সভাপতি নুর আহমদ মেম্বার, প্রধান বক্তা ছিলেন উপজেলা দক্ষিণ মধ্যম গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন সরওয়ার, প্রধান আলোচক ছিলেন আররি অধ্যাপক মাওলানা আব্দুল মান্নান রেজভী, বিশেষ অতিথির বক্তব্য দিদেন আরবী অধ্যাপক মাওলানা শওকত রেজভী,চন্দ্রঘোনা ইউনিয়ন গাউসিয়া কমিটির উপদেষ্টা ইউছুপ সিকদার, উপদেষ্টা এস.এম লোকমান, ইউনিয়ন গাউসিয়া কমিটি সাধারণ সম্পাদক মুহাম্মদ জামাল উদ্দিন, পৌরসভা গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক আব্দুস সবুর,যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন চৌধুরী,মহিলা মাদ্রাসার সুপার মাওলানা বদরুল হাসান হানাফী, উপজেলা উত্তর গাউসিয়া কমিটি সহ-সভাপতি মুজিবুর রহমান সওদাগর, শুভেচ্ছা বক্তব্য দেন স্বাগত র্যালী প্রস্তুত কমিটির আহবায়ক আব্দুল হামিদ, সদস্য সচিব মুহাম্মদ সাইদুল ইসলাম সিকদার, সিএনজি চালক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. সোলাইমান, প্রবাসী মুহাম্মদ তারেক হোসেন প্রমূখ।
স্বাগত জুলুসে মাদ্রাসা-এ- তৈয়্যবিয়া অদুদিয়া সুন্নিয়া ফাজিল, চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন গাউসিয়া কমিটি,আহলে সুন্নাত ওয়াল জামাআত, ইউনিয়নের আওতাধীন ৭টি ওয়ার্ড ও নিশ্চিন্তাপুর আবুল হাসেম তাহেরিয়া সাবেরিয়া সুন্নিয়া মাদ্রাসাসহ প্রায় সহস্রাধিক সুন্নি জনতা অংশ গ্রহণ করেন। সকলের হাতে কালেমা কুচিত পতাকা, রংবেরঙের ফেস্টুন ও মুখে নাতে(দঃ) পরিবেশনায় মুখরিত হয়ে উঠে আশেপাশের এলাকা।
পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মুফতি মুজিবুর রহমান নেজামী।