চট্টগ্রামেন রাঙ্গুনিয়ায় রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক অসংখ্য মামলা-হামলার শিকার ও নির্যাতিত ওসমান গনী দীর্ঘ সতের বছর পর স্বদেশে আগমন করায় গণসংবর্ধনা দেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সোমবার (১৮ নভেম্বর) বিকালে রাঙ্গুনিয়া উপজেলার প্রবেশপথ তাপবিদ্যুৎ গেইটের সামনে নামলে রাঙ্গুনিয়া উপজেলা ও চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপি'র, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ করে নেন এবং পরবর্তীতে নেতাকর্মীদের সাথে নিয়ে মিছিল সহকারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর প্রথম সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও জিযারত করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত সভায় সংবর্ধীয় অতিথির বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক প্রবাসী ওসমান গনি, চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির নেতা মুজিবুল হক,চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি বেলাল উদ্দিন বেলাল, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মুহাম্মদ আনছুর উদ্দিন,রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু বক্কর।
এসময় সংবর্ধীয় অতিথি ওসমান গনি বলেন দীর্ঘদিন ধরে দেশে-বিদেশে দলের নেতাকর্মীদের পাশে থেকেছি আগামীতে রাঙ্গুনিয়া মানুষের পাশে থেকে সেবা করার চেষ্টা করবো।
সভার শেষে হাজারো নেতাকর্মী নিয়ে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের গুরুত্বপূর্ণ বাজার ও সড়ক পোমরা ইউনিয়ন হতে চন্দ্রঘোনা ইউনিয়ন পর্যন্ত বিভিন্ন বাজার- সড়ক প্রদক্ষিণ শেষে চন্দ্রঘোনা ইউনিয়নের দোভাষীবাজারে সংক্রান্ত পথসভার মাধ্যমে শেষ হয়।
পথসভাসহ এসময়ে রাঙ্গুনিয়া কলেজ ছাত্রদলের সাবেক এজিএস এনাম,রাঙ্গুনিয়া কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোজাহের ইসলাম, চন্দ্রঘোনা ইউনিয়ন ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ সোহেল,রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মুহাম্মদ শোয়েব কাদের, যুগ্ম আহবায়ক মো. আইয়ুব,রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক গাজী নাজিম,চন্দ্রঘোনা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোহাম্মদ নাছের, সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ পারভেজ,চন্দ্রঘোনা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ ইরফান, চন্দ্রঘোনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাজ্জাদ হোসেন খোকা,চন্দ্রঘোনা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক কেফায়তুল্লাহ,যুগ্ম আহবায়ক মোহাম্মদ সেলিমসহ বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা আওয়ামী লীগ সৈরাচারের সময়ে সারাদেশে লুটপাট করেছে বিশৃঙ্খলা ছড়িয়ে সারাদেশে আতঙ্ক বিরাজ করেছে বিএনপির অসংখ্য নেতা কর্মীদের ঘরবাড়ী ছাড়া করেছে সাধারণ মানুষের মধ্যে হাহাকার সৃস্টি হয়েছিলো বিগত ১৭ বছর,ছাত্রজনতার গণঅভ্যুত্থানে হাসিনা পালিয়ে গিয়েছে বলে জানান।