![](https://alokitorangunia.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
![](https://alokitorangunia.com/wp-content/uploads/2025/02/1000097056-1024x547.jpg)
চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে তাফসীরুল কুরআন ও সুন্নী সমাবেশ বৃহস্পতিবার (৩০জানুয়ারি) দিনব্যাপী কর্মসূচী পালনের মধ্যে দিয়ে মধ্যবেতাগী সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের ২য় পর্বে বা’দ মাগরিব দরবার-এ বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন পীরজাদা মাওলানা গোলামুর রহমান (আশরফ শাহ)’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম উত্তরজেলার সভাপতি অধ্যাপক মাওলানা মীর আব্দুর রহীম মুনিরী,মাহফিলে তাফসির পেশ করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার ফকিহ মাওলানা আবুল হাসান মুহাম্মদ ওমাইর রেজবী। অতিথী হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা হাবিবুর রহমান (ফারুক), মাওলানা আহম্মদ করিম নঈমী, মাওলানা আবু জাফর, মাওলানা মুহাম্মদ আলী নঈমী, মাওলানা হাফেজ আবুল কালাম, মাওলানা নজরুল ইসলাম নঈমী, মাওলানা জালাল উদ্দিন, ডা.মুহাম্মদ ইউসুফ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাঙ্গুনিয়া উপজেলার সাধারণ সম্পাদক মাহমুদুর রশিদ মাসুদ, মাওলানা রফিকুল ইসলাম নঈমী, মাওলানা কারী ছৈয়দুর রহমান , মাওলানা নুরুল আলম জমির , সৈয়দ মুহাম্মদ ইউসুফ , মাওলানা আজিম উদ্দিন, শাহেদুল ইসলাম টিটু, হাফেজ বশির আহমেদ, মুহাম্মদ মুফাছেল চোধুরী, হাফেজ মুহাম্মদ ইলিয়াস, মুহাম্মদ মোরশেদ আলম, মুহাম্মদ ইরফানুল ইসলাম ও মুহাম্মদ তারেকুল ইসলাম প্রমুখ ।
![](https://alokitorangunia.com/wp-content/uploads/2025/02/1000097055-1024x454.jpg)
অনুষ্ঠিতব্য তাফসীরুল কুরআন মাহফিলে ১ম পর্বে সংগঠনের ইউনিয়ন সভাপতি শেখ মুহাম্মদ আসিফ হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাকিল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,রাঙ্গুনিয়া পৌরসভা সভাপতি মাওলানা হাফেজ আব্দুর রহমান জামী,বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,রাঙ্গুনিয়া উপজেলা সভাপতি করিম উদ্দিন হাসান,বেতাগী ইসলামী ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক জামাল হোসাইন,চট্টগ্রাম উত্তরজেলা যুবসেনার সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ইশতিয়াক রেজা,বাংলাদেশ ইসলামী যুবসেনা, রাঙ্গুনিয়া উপজেলা (ম-দ ) এর সভাপতি মুহাম্মদ আরিফুর রহমান রাশেদ। সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুস শাকুর,বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা রাঙ্গুনিয়া (ম-দ) এর সভাপতি ছাত্রনেতা শাহে এমরান রনি ।