রাঙ্গুনিয়া উপজেলা ছাত্র অধিকার পরিষদের আংশিক কমিটি শুক্রবার ২০ ডিসেম্বর ঘোষণা করা হয়েছে। কমিটিতে দিদারুল আলম কে আহ্বায়ক, জে আই সাকিবকে যুগ্ন আহবায়ক ও মোহাম্মদ কলিম উল্লাহ’কে সদস্য সচিব করা হয়। শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম উত্তরজেলা সভাপতি রবিউল হাসান তানজিম ও সাধারণ সম্পাদক সাবিত চৌধুরীর যৌথ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন এই কমিটি আগামী ৬ মাসের জন্য অনুমোদন দেওয়া হয়। অত্র কমিটির আহব্বায়ক দিদারুল আলম ও সদস্য সচিব কলিম উল্লাহ এক বিবৃতিতে জানান রাঙ্গুনিয়ায় ছাত্র রাজনীতির ইতিবাচক ও শিক্ষার্থী বান্ধব রাজনৈতিক চর্চায় কাজ করবে ছাত্র অধিকার পরিষদ। অতীতে সারা দেশে ছাত্রদের অধিকার আদায়ে যে ভূমিকা রেখেছে ছাত্র অধিকার পরিষদ সেই ধারা রাঙ্গুনিয়ায় অব্যাহত রাখাই ছাত্র অধিকার পরিষদের মূল লক্ষ্য উদ্দেশ্য থাকবে।