হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস এবং ২১আগষ্ট গ্রেনেড হামলায় নিহত শহীদের স্মরণে রাঙ্গুনিয়া উপজেলায় মরিয়ম নগর ইউনিয়ন আ'লীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল বৃহস্পতিবার (৩১ আগষ্ট) বিকালে মরিয়ম নগর ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
মরিয়মনগর ইউনিয়ন আ'লীগের সভাপতি সাজ্জাদুর ইসলাম খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব কামাল উদ্দীন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আ'লীগের সহসভাপতি চট্টগ্রাম জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতি,সম্মানিত অতিথির বক্তব্যে রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আ'লীগের উপদেষ্টা আলহাজ্ব জামাল উদ্দীন,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ, প্রধান বক্তার বক্তব্য রাখেন আশি দশকের সাবেক ছাত্রনেতা বাবু সজল লিটন বড়ুয়া।
সভায় অতিথির বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা আ'লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম,সদস্য সিরাজুল করিম সিকদার,সদস্য শওকত হোসেন সেতু, মরিয়ম নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর হক হিরু, রাঙ্গুনিয়া কলেজ ছাত্রসংদের সাবেক এজিএস মুহাম্মদ আলমগীর, রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সহ সভাপতি পারভেজ হোসেন, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীন আহমেদ,রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীশাহ, মরিয়ম নগর ইউনিয়ন যুবলীগের সভাপতি সুমায়ুন কবির সুমন, সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন বাদশা, ছাত্রলীগের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক তানবির হোসেন প্রমূখ।
এসময় আরো উপস্থিত ও বক্তব্য রাখেন মরিয়ম নগর ইউনিয়ন আ'লীগের সহ সভাপতি এনাম সিকদার,সাংগঠনিক সম্পাদক সেলিম আবদুল্লাহ, দপ্তর সম্পাদক নুর হোসেন জয়, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ছালেহ আহমদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এমরান, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ময়ুর হক ময়ুর,কার্যানির্বাহী সদস্য আজাদ উদ্দিন,ওয়ার্ড আ'লীগের সভাপতি আলহাজ্ব আবু ছালেহ,মুহাম্মদ ইউনুচ, মুহাম্মদ সেলিম, শামসুল আলম,ওসমান গনি, সাধারণ সম্পাদক মুবিনুল হক রেদু, সাহাল উদ্দিন, রবিউল হোসেন, শওকত আলী, কাজী আলম মেম্বারসহ ইউনিয়ন ও ওয়ার্ড আ'লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে জাতীয় শোক দিবসে অনুষ্ঠানের শুরুতে মরিয়ম নগর ইউনিয়ন আ'লীগ, ওয়ার্ড আ'লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এর নেতৃত্বে মিছিল সহকারে যোগদান করেন।
পরে দেশ ও জাতির কল্যাণ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।