

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গুনিয়া পৌরসভা,চন্দ্রঘোনা ও মরিয়ম নগর ইউনিয়ন শাখার কর্মী সম্মেলন শুক্রবার (৩০ আগষ্ট) সকালে মরিয়ম নগর চৌমুহনীস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাঙ্গুনিয়া উপজেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও মধ্যম জোনের পরিচালক শাহ আলম এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী,চট্টগ্রাম উত্তর জেলার অ্যাসিস্টান্ট সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম,দারসুল কুরআন পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাঙ্গুনিয়া উপজেলার অ্যাসিস্টান্ট সেক্রেটারি মাওলানা শওকত হোসাইন, শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী,রাঙ্গুনিয়া উপজেলা নায়েবে আমীর মাওলানা জাকারিয়া সিরাজ।

মরিয়ম নগর আর্দশ সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ হোসাইন এর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য ও উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা জামায়তে ইসলামী আমির মাওলানা হাছান মুরাদ,মাওলানা ড.ফজলুল করিম,রাঙ্গুনিয়া উপজেলা জামায়তে ইসলামীর অ্যাসিস্টান্ট সেক্রেটারি মাস্টার কামাল উদ্দিন।

আরো উপস্থিত ছিলেন চন্দ্রঘোনা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আজিম উদ্দিন,সাধারণ সম্পাদক হাফেজ ইউনুস, মরিয়ম নগর ইউনিয়নের সভাপতি মাস্টার আবদুল গফুর, সাধারণ সম্পাদক হোসাইন উদ্দীন, পৌরসভার সভাপতি আ.জ.ম ওমর, সাধারণ সম্পাদক ইয়াকুব হোসেন তসলিমসহ উপজেলা ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ।