উপমহাদেশে খেলাফত আন্দোলন,ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব উপমহাদেশে আধ্যাত্মিক সাধনার প্রানপুরুষ চট্টগ্রামর রাঙ্গুনিয়া উপজেলাস্থ দরবার-এ বেতাগী আস্তানা শরীফের প্রতিষ্ঠাতা আল্লামা হাফেজ হাকিম শাহ মুহাম্মদ বজলুর রহমান (রহঃ)’র সুযোগ্য ছাহেবজাদা মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংঘঠক রাহনুমায়ে শরিয়ত ও তরিকত,হযরত শাহ্ মুহাম্মদ জিল্লুর রহমান আলী শাহ্ (রহঃ) এর ওরছ শরীফ উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
রোববার (৬ আগষ্ট) সকালে দরবার এ বেতাগী আস্তানা শরীফের প্রাঙ্গণে বৃক্ষ রোপন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন দরবার এ বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন ও হিজরী নববর্ষ উদযাপন পরিষদের চেয়ারম্যান পীরজাদা মাওলানা গোলামুর রহমান আশরফ শাহ (মা.জি.আলী) ।
শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ তৈয়ব আলী,বিশেষ অতিথি ছিলেন হিজরী নববর্ষ উদযাপন পরিষদ এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এনামুল হক সিদ্দীকি,বেতাগী রহমানিয়া জামেউল উলুম মাদরাসার অধ্যক্ষ আল্লামা ইলিয়াছ নুরী, উপাধ্যক্ষ আল্লামা জসিম উদ্দিন আবেদী।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বেতাগী আনজুমানে রহমানিয়ার সদস্য নজরুল ইসলাম চৌধুরী, শাহজাদা বদরুদ্দিন মুহাম্মদ মহিউদ্দিন জিলি,সাইফুল আলম,মীর আহমদসহ অন্যান্য অতিথিবৃন্দ।
প্রসঙ্গত, মহানবী রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামের সুন্নাতের নিমিত্তে পরিবেশ সুরক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের প্রাকৃতিক অক্সিজেন সরবরাহ, ছায়া প্রদান ও পরিবেশের ভারসাম্য নিশ্চিত করার নিমিত্তে চারদিন ব্যাপী বর্ণাঢ্য কর্মসূচীর ২য় দিনে এই কার্যক্রম অনুষ্টিত হয়।