চট্টগ্রাম এর রাঙ্গুনিয়ায় রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে রাঙ্গুনিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় জাতির জনক বঙ্গবন্ধু আন্ত:ইউনিয়ন অনূর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্টেের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মঙ্গলবার (৩০ জুলাই) বিকালে ইছাখালী জাকির হোসেন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
মুক্তি সাধন বড়ুয়ার, সিপাত হোসেন ও দেলোয়ারের পরিচালনায় ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বীতা করেন বেতাগী ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ বনাম চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ। দুই দলও সুন্দর নৈপুণ্যে খেলা উপহার দিলেও গোল-শূন্য ড্র হয়, পরে টাইব্রেকারে চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশকে পরাজিত করে প্রথমবারের মতো নতুন চ্যাম্পিয়ন হন বেতাগী ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ।
রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্রীড়া সংস্থার সভাপতি জনাব মো. রায়হান মেহেবুব এর সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতি।
রাঙ্গুনিয়া ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বদিউর খায়ের লিটন চৌধুরী ও অতিরিক্ত সাধারণ সম্পাদক এনামুল হকের যৌথ সঞ্চালনায় ফাইনাল খেলায় বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার শামসুল আলম তালুকদার,রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ বাবু চন্দন কুমার চক্রবর্তী,চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য মাস্টার আবদুর রউস,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু শেখর বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা বেগম,উপজেলা একাডেমিক সুপার ভাইসার সুমন শর্মা,চেয়ারম্যান আহমদ ছৈয়দ তালুকদার, চেয়ারম্যান আলহাজ্ব ইদ্রিস আজগর,চেয়ারম্যান শফিউল আলম, রাঙ্গুনিয়া প্রেসক্লাবে সাধারণ সম্পাদক মাসুদ নাছির।
আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক হালিম আবদুল্লাহ, বেতাগী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল আবছার তালুকদার, সাধারণ সম্পাদক আবদুল হান্নান চৌধুরী, ক্রীড়া সংস্থার সদস্য আবদুল মালেক, ব্যাংকার ওয়াহিদুজ্জামান সুমন, আলী আকবর, পিপলু বড়ুয়া, চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের সদস্য মোজাম্মেল হক মোজা, জামাল উদ্দিন, বেতাগী ইউনিয়ন পরিষদের সদস্য রফিক,খোকন,উপজেলা যুবলীগের নেতা প্রণব কুমার দে, ইকবাল হোসেন সবুজসহ বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।