চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ঢেমির ছড়া পূর্ব পাড়া সমাজ ও প্রবাসী ঈদ মিলাদুন্নবী(দ.)উদযাপন কমিটির উদ্যোগে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী(দ.)উদযাপন উপলক্ষে মিলাদ মাহফিল ও জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দিনব্যাপী কর্মসূচীর সকালে জশনে জুলুস ও রাতে মিলাদ মাহফিল মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
ঢেমির ছড়া জামে মসজিদের সাবেক খতিব হাফেজ মাওলানা নুরুল আলম কাদেরীর সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে রাখেন আল আমিন বারীয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আল্লামা আবদুল আজিজ আনোয়ারী।
উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মাওলানা জামাল উদ্দিন এর সঞ্চালনায় মাহফিলে কুরআন ও সুন্নাহ আলোকে বক্তব্য রাখেন মাওলানা আহমদ করিম নঈমী, মাওলানা আলী নঈমী, মাওলানা শাহ আলম কাদেরী, মাওলানা আজিম উদ্দিন কাদেরী, মাওলানা আনোয়ারুল হক, মাওলানা বশির আহমেদ, হাফেজ জালাল উদ্দীন কাদেরী,মাওলানা আবদুল জব্বার, মাওলানা মুফাজ্জেল চৌধুরী ,মাওলানা মোরশেদ, মাওলানা মমতাজ হাশেমী,মাওলানা মুস্তাফা আল কাদেরী, মাওলানা জহির আহমদ প্রমূখ।
আরো বিশেষ অতিথি হিসেবে উদযাপন কমিটির সভাপতি হাজী মুহাম্মদ হোসেন, মুহাম্মদ সেলিম মেম্বার,এডভোকেট নুর হোসেনসহ সমাজের বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করেন মাওলানা নুরুল আলম কাদেরী। এছাড়াও সকালে ঢেমির ছড়া জামে মসজিদ প্রাঙ্গণ থেকে জশনে জুলুস শুরু হয়ে বিভিন্ন এলাকার প্রদক্ষিণ শেষে একই স্থানে মিলাদ ও কিরামের মাধ্যমে শেষ হয়।