

চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য প্রার্থী আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি’র পক্ষে এলাকায় গণসংযোগ ও ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে নৌকার জন্য ভোট প্রার্থনা করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান

গতকাল বুধবার (২৭ ডিসেম্বর) দিনব্যাপী উপজেলা বেতাগী ইউনিয়নের বিভিন্ন এলাকায় চট্টগ্রাম উত্তর জেলা কৃষকরীগের মহিলা বিষয়ক সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট আয়েশা আকতার এর নেতৃত্বে ড. হাছান মাহমুদ এমপি’র পক্ষে নৌকা প্রতীকের গণসংযোগ, লিফলেট বিতরণ এবং ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন।

এসময় এডভোকেট আয়েশা আকতার বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আ’লীগ সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরেন এবং বিগত দিনের রাঙ্গুনিয়ার রুপকার আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড.হাছান মাহমুদ এমপি’র উন্নয়নমূলক কর্মকাণ্ড ও ভবিষ্যত্ কর্মপরিকল্পনা তুলে ধরেন এবং উন্নয়নের ধারা অব্যহত রাখতে পুনরায় জয়যুক্ত করার আহবান জানান।

এ সময় রাঙ্গুনিয়া উপজেলা মহিলা আ’লীগের সভাপতি হোসনেয়ারা বেগম, সাধারণ সম্পাদক নিলুফা ইয়ামিন, বেতাগী ইউনিয়ন যুবলীগের সভাপতি জানে আলম তালুকদার,সাধারণ সম্পাদক রিপন, বেতাগী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমনসহ উপজেলা মহিলা আ’লীগ, বেতাগী ইউনিয়ন যুবলীগ,বেতাগী ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।