

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৭,(রাঙ্গুনিয়া-বোয়ালখালী আংশিক)সংসদীয় আসনের আ’লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী, আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের সমর্থনে উঠান বৈঠক রোববার(৩১ ডিসেম্বর) রাতে পশ্চিম মরিয়মনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে।

মরিয়মনগর ইউনিয়ন ২নং ওয়ার্ড আ’লীগ,অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উঠান বৈঠকে সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আইয়ুব রানা।

আ’লীগ ও ছাত্রলীগের নেতা মুবিনুল হক লেদু ও আজগর আলী এর সঞ্চালনায় উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন আবুধাবি বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এবং নির্বাচন পরিচালনা কমিটির কো- চেয়ারম্যান ইফতেখার হোসেন বাবুল। বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র আলহাজ্ব শাহজাহান সিকদার, রাঙ্গুনিয়া সমিতি চট্টগ্রামের সভাপতি আলহাজ্ব খালেদ মাহমুদ,নুরুল হক জরিনা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাফর, সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল কাদের,

বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব মুজিবুল হক হিরু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম,সদস্য সিরাজুল করিম সিকদার, শওকত হোসেন সেতু,রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, উপজেলা যুব লীগের সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী, মরিয়মনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাজ্জাতুল ইসলাম খোকন,সাধারণ সম্পাদক আলহাজ্ব কামাল উদ্দিন,আওয়ামী লীগ নেতা আবু ছালেহ সওদাগর, মোহাম্মদ সেলিম চেয়ারম্যান,মোহাম্মদ হাসান, মোরশেদ তালুকদার,রেজাউল করিম, আবদুল জব্বার,ছালেহ আহমেদ, আলম শাহ তালুকদার, মহিউদ্দিন পারভেজ, আহমদ শাহ, আজম তালুকদার, ওমর শরীফ, এরশাদ আলম,মোহাম্মদ ফারুক, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলীশাহ প্রমুখ।

বৈঠকে রাঙ্গুনিয়ার উন্নয়নের ধারা অব্যহত রাখতে পুনরায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি-কে জয়যুক্ত করার আহবান জানান।