রাঙ্গুনিয়ায় রাঙ্গুনিয়া উপজেলা তাতীলীগের আয়োজনে বিএনপি-জামায়াত জোট কর্তৃক হরতাল- অবরোধের নামে অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মোটর শোভাযাত্রা ও শান্তি সমাবেশ রোববার (৫ নভেম্বর) বিকালে অনুষ্ঠিত হয়েছে।
রাঙ্গুনিয়ার মরিয়ম নগর চৌমুহনী হতে মোটর শোভাযাত্রা শুরু হয়ে কাপ্তাই সড়কের গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার প্রদক্ষিণ করে তাপবিদ্যুৎ গেইটস্থ সংক্ষিপ্ত শান্তি সমাবেশের মাধ্যমে শেষ হয়।
রাঙ্গুনিয়া উপজেলা তাতীলীগের আহবায়ক মোরশেদ তালুকদার এর নেতৃত্বে ও সভাপতিত্বে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড.হাছান মাহমুদ এমপি’র ছেট ভাই এন.এন.কে.ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব খালেদ মাহমুদ।
রাঙ্গুনিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক আহবায়ক বাবলা তালুকদার এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা তাতীলীগের আহবায়ক ফয়েজ আহমদ বাদল,সদস্য ছালেহ আহমদ,রাঙ্গুনিয়া উপজেলা তাতীলীগের যুগ্ম আহবায়ক ওসমান তালুকদার, রাঙ্গুনিয়া পৌরসভা সেচ্ছাসেবকলীগের সভাপতি হেলাল তালুকদার,পারুয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল হাশেম মেম্বারসহ উপজেলা তাতীলীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়নের তাতীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।