চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর প্রথম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন রাঙ্গুনিয়া উপজেলা তাঁতী দলের নেতৃবৃন্দ।
মঙ্গলবার(১৮ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা তাঁতী দলের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুদ্দিন আজম ও সাধারণ সম্পাদক এনাম হোসেন এর নেতৃত্বে এ শ্রদ্ধা নিবেদন করেন। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেতাকর্মী ও সমর্থক নিয়ে স্বাগত র্যালীও অনুষ্ঠিত হয়। র্যালিটি কাপ্তাই প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম সমাধি স্থলে এসে শেষ হয়, সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় রাঙ্গুনিয়া উপজেলা তাঁতী দলের সহ সভাপতি মোহাম্মদ জামাল,সহ সভাপতি মো.জাফর, প্রকাশনা সম্পাদক জাহাঙ্গীর আলম,সিনিয়র সদস্য রাসেদ, পদুয়া ইউনিয়ন তাঁতী দলের সভাপতি মুহাম্মদ হেলাল, সাধারণ সম্পাদক আবু সৈয়দ,সরফভাটা ইউনিয়ন তাঁতী দলের সভাপতি আবু বক্কর,সাধারণ সম্পাদক ফয়সাল,গারুয়া তাঁতীদলের সভাপতি পিয়ারু, সাধারণ সম্পাদক শাহেদসহ উপজেলা ও ইউনিয়ন তাঁতী দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।