

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আলহাজ্ব মরহুম আহমদ শকুর পরিবারের উদ্যোগে আগামী শুক্রবার (২৩ফেব্রুয়ারি) আন্তর্জাতিক তাফসীরুল কুরআন মাহফিল ও সুন্নী কনফারেন্স-এ বিশ্বখ্যাত আলেমেদ্বীন আন্তর্জাতিক ইসলামিক স্কলার শায়েখ সাকিব ইকবাল সামী কাদেরী’র আগমন উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন ধর্মীয়, সমাজিক, অরাজনৈতিক ও তরিক্বত সংগঠনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার(১৯ ফেব্রুয়ারি) রাতে রাঙ্গুনিয়া উপজেলার পোমরা হাজীপাড়া মাহফিল মাঠে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পোমরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল কবির গিয়াসু, প্রধান আলোচক ছিলেন পোমরা জামেউল উলুম ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মারফতুন্নুর কাদেরী, স্বাগত বক্তব্য রাখেন মোজাম্মেল হক ফরিদ ও মোজাহেরুল হক রফিক।

আঞ্জুমান-এ ছওয়াদে আযম’র পোমরা হাজীপাড়ার সাধারণ সম্পাদক মোজাহেদুল ইসলাম ও সহ সভাপতি এরশাদুল হক যৌথ সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা আ’লীগের সদস্য জাহেদুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক হালিম আবদুল্লাহ,উপজেলা গাউছিয়া কমিটির সভাপতি নুর মোহাম্মদ মেম্বারসহ উপজেলার বিভিন্ন ধর্মীয়, সমাজিক, অরাজনৈতিক ও তরিক্বত সংগঠনের নেতৃবৃন্দ বিশেষ করে জুনাইদুল আলম চৌধুরী,ছৈয়দুল আলম তালুকদার,আহমদ আলী নঈমী,মাস্টার মুসলিম উদ্দিন,কাজী ইউসুফ,ডাক্তার জসিম উদ্দিন,

আবদুল ছবুর,আমির হামজা,আনোয়ার আজিজ, অধ্যাপক সাইফুল আলম মাসুদ,ইউপি সদস্য আবু জাফর তালুকদার, আক্তারুজ্জামান আজাদ,ইউপি সদস্য মোহাম্মদ হোসেন,ইউপি সদস্য আবদুল সবুর, আসিফুর করিম সাব্বু,মাস্টার রফিকুল ইসলাম, মাওলানা ইকবাল আত্তারী,মাওলানা আবদুল মাবুদ, মাওলানা নঈমুল হক সরমদ নঈমী, আকবর হোসেন রুবেল,দিদারুল আলম দিদার, ফারুক শাহ, আবদুল জব্বার, হানিফ চৌধুরী, আরিফুল ইসলাম,নুরুল আজিম, জিয়াউর হক সম্রাট, মাওলানা আবদুল গফুর,আজিম উদ্দিনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
