চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন সরফভাটার তারুণ্যের পরিবারের উদ্যোগে পূর্ব সরফভাটা রূপান্তর চরে শুক্রবার(২৪ফেব্রুয়ারি) বিকালে বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়েছে।
তারুণ্যের পরিবারের প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ ইউনুচের সভাপতিত্বে বসন্ত উৎসবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, বি আর টি এ এর সরকারি পরিচালক ইঞ্জিনিয়ার ওমর ফারুক, রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সভাপতি শামসুদ্দোহা সিকদার আরজু, উপজেলা আ'লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক নিজাম উদ্দীন বাদশা,সদস্য মোবারক আলী,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাছির উদ্দীন রিয়াজ, সাধারণ সম্পাদক দিদারুল আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল রাসু,সরফভাটা ইউনিয়ন আ'লীগের সভাপতি আব্দুর রউফ মাষ্টার,সহ সভাপতি আলহাজ্ব হারুন, সাধারণ সম্পাদক আহসান হাবীব,পৌরসভার প্যানেল মেয়র জালাল উদ্দীন।
মুহাম্মদ আরাফাত ও আরকান এর যৌথ সঞ্চালনায় বসন্ত উৎসবে উপস্থিত ছিলেন খোরশেদ আলম,সিরাজুল হক,আহান মুরাদ, শাহা আলম, টিটুসহ তারুণ্যের পরিবার নেতৃবৃন্দ।
বসন্ত উৎসবকে কেন্দ্র করে হাঁস খেলা, সাবান ঘষাঘষি খেলা ও চেয়ার খেলার আয়োজন করা হয়েছে পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।