চট্টগ্রামেন রাঙ্গুনিয়ায় বেতাগী আনজুমানে রহমানিয়া ব্যবস্থাপনায় ও বেতাগী রহমানিয়ার জামেউল উলুম মাদরাসার সহযোগিতায় হানাফী মাযহাবের প্রতিষ্ঠাতা প্রখ্যাত তাবেয়ী হযরত নুমান বিন সাবিত ইমাম আযম আবু হানিফা(রহ.)'র স্মরণে ১০ম তম আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দরবার-এ বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন কেন্দ্রীয় আহলে সুন্নাত ওয়াল জাম'আত বাংলাদেশ'র প্রেসিডিয়াম সদস্য পীরজাদা মাওলানা গোলামুর রহমান আশরফ শাহ (মা.জি.আ.) এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
মাওলানা আরিফুর রহমান রাশেদ এর সঞ্চালনায় মাহফিলে কুরআন ও সুন্নাহ আলোকে বক্তব্য রাখেন ঢাকা নারিন্দা দারুল উলুম আহ্ছানিয়া কামিল মাদরাসার অধ্যাপক হযরত মাওলানা আবুল বাশার, বেতাগী রহমানিয়া জামেউল উলুম সিনিয়র মাদরাসার অধ্যক্ষ হযরত মাওলানা ইলিয়াছ নুরী,উপাধ্যক্ষ মাওলানা জসিম উদ্দিন আবিদি,আরবী প্রভাষক মাওলানা নাজিম উদ্দীন আলকাদেরী,মাওলানা হাবিবুর রহমান ফারুক,মাওলানা আহমদ করিম নঈমি,মাওলানা আবু জাফর, মাওলানা কারী ছৈদুর রহমান ও মাওলানা এম বদরুদ্দীন প্রমূখ।
এসময় বক্তারা বলেন এ মহান ইমামে আযম তাবেয়ী হওয়ার সৌভাগ্য অর্জন করেন। প্রায় ৪ হাজার তাবেঈ ওস্তাজ, ২২জন সাহাবীর সাথে সাক্ষাৎ লাভ এবং ৯ জন সাহাবী হতে তালিম গ্রহণ করেন। তিনি শরীয়তের বিভিন্ন বিষয়ে জীবনের মেধাশ্রম দিয়ে পবিত্র কুরআন ও সুন্নাহ'র আলোকে প্রায় ৮৪ হাজার মাসআলা সমাধান পেশ করেছেন, যার সুফল উম্মত কিয়ামত পর্যন্ত ভোগ করতে থাকবে। বর্তমানে তথা কথিত লা-মাযহাবি আহলে হাদিস সালাফীরা এ মহন ইমামের গবেষণা কৃত মীমাংসিত মাসআলাকে খাটো করে দেখার অপচেষ্টায় লিপ্ত। এই সন্ধিক্ষণে প্রতিটা পাড়া- মহল্লায় হানাফী মাযহাবের ইমাম আবু হানিফা (রহ.) জীবনী আলোচনা করে মাযহাব সম্পর্কে জানা সময়ের দাবী।