চট্টগ্রামে রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নে উত্তর পোমরা হাজারীখীল ইসলামী জাগরণ ফোরামের আয়োজনে তৃতীয় বারের মতো দিবারাত্রি অলিম্পিক ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার(৭ডিসেম্বর) সকালে উত্তর পোমরা হাজারীখীল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়।
রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক বাবুল হোসেনের সভাপতিত্বে খেলায় উদ্বোধকের বক্তব্য রাখেন পোমরা ইউনিয়ন সেচ্ছাসেবকদলের আহবায়ক কুতুব উদ্দিন,প্রধান অতিথির বক্তব্য রাখেন পোমরা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মাসুদ রানা,সংবধিয় অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কামাল আহমেদ সাইফু,পোমরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইউপি সদস্য ইকবাল হোসাইন সাদ্দাম,বিশেষ অতিথি ছিলেন পোমরা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মুহাম্মদ শাহজান বাদশা,শাহ আলম সওদাগর,যুবদল নেতা আবু হেনা, মুহাম্মদ পারভেজ, সাংবাদিক দেলোয়ার হোসাইন প্রমূখ।
এছাড়াও হাজারীখীল ইসলামী জাগরণ ফোরামের মো. সাইফু,মো. রহিম, মো.তারেক, মো. হোসেন, মো. সাকিব, মো. আলী আকবর, মো.শফি, মো.মাহাফুজ প্রমূখ। উদ্বোধনী খেলায় সরফভাটা হামিদীয়া ফুটবল একাদশ ব্রক্ষমোত্তর ফুটবল একাদশকে পরাজিত করে বিজয়ী হয়।