চট্টগ্রাম এর রাঙ্গুনিয়ায় প্রায় দুই শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন রাঙ্গুনিয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের২০০০ ব্যাচের শিক্ষার্থীদের সংগঠন এসএস-২০০০ ফ্রেন্ডস গ্রুপ।
শুক্রবার (৭ এপ্রিল) বাদে জুমা সরফভাটা ইত্যাদি চত্বরস্থ রাঙ্গুনিয়া গার্লস আইডিয়াল স্কুলের হলরুমে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি মোহাম্মদ কামরুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরফভাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সরফভাটা ইউনিয়ন আ’লীগের সভাপতি প্রবীণ শিক্ষক আবদুর রউফ মাস্টার, স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ হাসান।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক জাসেদ চৌধুরীর সঞ্চালনায় উপস্থিত ও বক্তব্য রাখেন মোরশেদ কামাল তালুকদার,সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ আলী মামুন, মো. মঞ্জু, মাহবুবুল আলম, দিদারুল আলম, জহিরুল ইসলাম, মোহাম্মদ শফি, ডা. জোবাইদ উল্লাহ, মোহাম্মদ শফিক, ছোটন কুমার, আবু তাহের প্রমুখ৷
শেষে দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী তুলে দেয়া হয়। পরে ইফতার মাহফিলে মিলিত হন সকলে। সংগঠনের নেতৃবৃন্দ জানান, ২০২০ সালে এই সংগঠনটির যাত্রা হয়। এরপর থেকে নিয়মিত প্রতিবছর ইফতার সামগ্রী বিতরণ, করোনাকালে দুস্থদের ত্রাণ সহায়তা, কিডনি ও ক্যান্সার আক্রান্ত রোগীসহ অসুস্থদের সহায়তা, দরিদ্র মেয়েদের বিয়েতে সহায়তা, খতনা ক্যাম্পসহ নানা সেবামূলক কার্যক্রম চালিয়ে আসছে সংগঠনটির নেতৃবৃন্দ। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তারা।