চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া ইউনিয়নে প্রায় দেড় কোটি টাকার প্রস্তাবিত বাজেটে নবনির্মিত নারিশ্চা বানু তালুকদার জামে মসজিদের পুন:নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তরে শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে শুভ উদ্বোধন করা হয়েছে।
আলেম-ওলামা ও মুসল্লীগণের উপস্থিতিতে ফিতা কেটে ও ইট বসিয়ে মসজিদের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাঙ্গুনিয়া রাহাতিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত আল্লামা সৈয়দ মুহাম্মদ ওবায়দুল মোস্তফা নঈমী আশরাফী।
নারিশ্চা বানু তালুকদার জামে মসজিদ পরিচালনা কমিটি ও নির্মাণ কমিটির সভাপতি মাওলানা আবুল কালাম তালুকদার এর সভাপতিত্বে, নির্মাণ কমিটির অর্থ সম্পাদক মুহাম্মদ ইয়াছিন তালুকদারের উদ্যোগে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ ফরিদুল ইসলাম এর সঞ্চালনায় শুভ উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ রাঙ্গুনিয়া আনঞ্জুমানে এ- এইহয়ায়ে সুন্নাহ্ বাংলাদেশের সভাপতি আলহাজ্ব কাজী মাওলানা আব্দুল হামিদ নঈমী, মাওলানা রফিকুল ইসলাম নঈমী,বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, রাঙ্গুনিয়া উপজেলার সহ সভাপতি আলহাজ্ব মাওলানা করিম উদ্দিন নুরী।
উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি মাওলানা সাইফুল ইসলাম কাদেরী,হাফেজুর রহমান আল কাদেরী, মাওলানা নাছির উদ্দীন আল কাদেরী ,মাওলানা শাহ আলম কাদেরী সহ মসজিদ পরিচালনা কমিটির উপদেষ্টা মুহাম্মদ নজরুল ইসলাম তালুকদার,মুহাম্মদ বাহাদুর মিয়া,মুহাম্ম্দ বেলাল,মুহাম্মদ আলী বকস, কমিটির কমিটির সহ সভাপতি মুহাম্মদ সেলিম, সহ সাধারণ সম্পাদক সালাহউদ্দিন তালুকদার, সহ- অর্থ সম্পাদক শাহাজাহান সিরাজ,সহ-অর্থ সম্পাদক আবুল হাশেম তালুকদার,নির্বাহী সদস্য মোহাম্মদ সাইফু,মো.সুলতান টিপু,মুহাম্মদ মুন্না, মুহাম্মদ জীবন,মুহাম্মদ এমদাদসহ স্থানীয় মান্যগন্য ব্যক্তিবর্গ।