

শিক্ষার্থীদের মেধা বিকাশের প্রত্যায়ে রাঙ্গুনিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দ্বারা গঠিত দ্যা স্কলারস ফোরাম রাঙ্গুনিয়ার উদ্যোগে বিপুল উৎসাহ,উদ্দীপনা ও শৃঙ্খলার মধ্য দিয়ে শনিবার (২ডিসেম্বর) বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
হাজারের অধিক শিক্ষার্থীর অংশগ্রহণে মধ্যে দিয়ে রাঙ্গুনিয়া আর্দশ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে সকাল ১০ ঘটিকা থেকে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় রাঙ্গুনিয়া উপজেলার ৭২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

দ্যা স্কলার্স ফোরামের আহবায়ক আবদুল গফুর এবং সদস্য সচিব কাজী আহসান উদ্দিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের যুগ্ম আহবায়ক,যুগ্ম সদস্য সচিব,পরিচালক,সহকারী পরিচালক ও সদস্যরা বৃত্তি পরীক্ষার যাবতীয় কর্মকান্ড পরিচালনা করেন।
এসময় পরীক্ষার হল পরিদর্শন করেন রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী,মরিয়মনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবুল হক হীরু, রাঙ্গুনিয়া প্রেস ক্লাব এর সাধারণ সম্পাদক মাসুদ নাসির,সহ সভাপতি আব্বস হোসাইন আফতাব, রাঙ্গুনিয়া আদর্শ বহুমূখি উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জাফর ছালেক সিকদার।

এছাড়াও উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকসহ বিপুল সংখ্যক অভিভাবক, গন্যমান্য ব্যক্তিবর্গ, দ্যা স্কলার্স ফোরামের যুগ্ম আহবায়ক কালুশাহ, যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ নবীর হোসেন,পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী হোসাইনসহ.পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ শাহ শাওন, পরিচালক সর্বজনাব পলাশ বড়ুয়া, টিটু সেন,জালাল উদ্দিন,খোরশেদ আলম, আজগর হোসেন,আয়ুব খান,দীপন বৈষ্ণব,রেজাউল করিম,জামাল উদ্দিন, শিমুল কর,মোজাম্মেল হক, মোহাম্মদ ইউছুপ,বিজয় বড়ুয়া ও মোহাম্মদ ইব্রাহিম প্রমূখ।
উল্লেখ্য,রাঙ্গুনিয়া উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকার দ্বারা ২০২৩ সালে নবগঠিত আহবায়ক কমিটির পক্ষে থেকে প্রথম বৃত্তি পরীক্ষার আয়োজন বলে জানান এবং অভিভাবকের চাহিদার দাবিতে এ বৃত্তি পরীক্ষা কার্যক্রম চলমান থাকবে বলেও জানান।