চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মরত শিক্ষকদের সংগঠন দ্যা স্কলার্স ফোরাম, রাঙ্গুনিয়ার উদ্যোগে স্কলার বৃত্তি পরীক্ষার উত্তীর্ণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার (২৪ফেব্রুয়ারী) সকালে রাঙ্গুনিয়া পৌরসভাস্থ এডভোকেট নুরুচ্ছাফা তালুকদার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে ।
দ্যা স্কলার্স ফোরাম,রাঙ্গুনিয়ার আহবায়ক আবদুল গফুর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সরকারি সিটি কলেজের সহকারি অধ্যাপক কামাল হোসেন,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শিশু ও নবজাতক বিশেষজ্ঞ মানবিক ডাক্তার মো: দিদারুল আলম, উদ্বোধক ছিলেন চট্টগ্রাম জজকোর্ট এর এপিপি এডভোকেট দিদার আলম।
স্কলারস ফোরামের সদস্য সচিব কাজী আহসান উদ্দিন ও মাস্টার শিক্ষক শাহ্ শাওন এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন প্রকৌশলী মোহাম্মদ লোকমান হাকিম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিকে লিটন চৌধুরী ও রাঙ্গুনিয়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র লোকমানুল হক তালুকদার। আরও বক্তব্য দেন শিক্ষক নেতা মো. ইউসুফ, দ্যা স্কলারস্ ফোরাম রাঙ্গুনিয়ার যুগ্ম আহবায়ক কালুশাহ্, যুগ্ম সদস্য সচিব মো. নবীর হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী হোসাইন,সদস্য টিটু সেন,মোহাম্মদ খোরশেদ আলম, জালাল উদ্দিন, আজগর হোসেন, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সহ-সভাপতি আব্বাস হোসাইন আফতাব, বৃত্তির প্রধান পৃষ্ঠপোষকের প্রতিনিধি প্রবাসী মো. ইউসুফ আলী প্রমুখ।
আলোচনা সভার শেষে বৃত্তিপ্রাপ্ত প্রায় ১০০ জনকে শিক্ষার্থীকে ক্রেস্ট,সনদ ও নগদ অর্থ বিতরণ তুলে দেন প্রধান অতিথি, উদ্বোধক সহ আগত সকল অতিথি ও দ্যা স্কলার্স ফোরাম,রাঙ্গুনিয়ার আহবায়ক কমিটির সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ।