বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে চট্টগ্রামে রাঙ্গুনিয়া উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদ্বারা গঠিত দ্যা স্কলারস ফোরাম রাঙ্গুনিয়া-র উদ্যোগে স্কলার বৃত্তি পরীক্ষা ও ফলাফল প্রকাশ করা হয়েছে।
রাঙ্গুনিয়া আর্দশ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে শনিবার (২৩ নভেম্বর) সকালে বহুনির্বাচনী (এম সি কিউ) পদ্ধতিতে বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ও বিজ্ঞান বিষয়ে সর্বমোট একশো নাম্বার বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়,বৃত্তি পরীক্ষার শেষে শিক্ষকদ্বারা পরীক্ষার খাতা মূল্যায়নসহ বিকালে ফলাফল প্রকাশ করা হয়। এই পরীক্ষায় রাঙ্গুনিয়া উপজেলার ৮৫ টি বিদ্যালয়ের ৪র্থ ও ৫ম শ্রেণির প্রায় এক হাজারের অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
পরীক্ষার হল পরিদর্শন করেন রাঙ্গুনিয়া আদর্শ বহুমূখি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু সায়েম,মাস্টার মুসলিম উদ্দিন,করিম উদ্দিন হাছান,সাংবাদিক অপু,আব্বস হোসাইন আফতাব,দ্যা স্কলার্স ফোরামের আহবায়ক আবদুল গফুর,যুগ্ম আহবায়ক কালুশাহ, সদস্য সচিব কাজী আহসান উদ্দিন,যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ নবীর হোসেন,পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী হোসাইন,সহ.পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ শাহ শাওন,পরিচালক সর্বজনাব পলাশ বড়ুয়া, টিটু সেন,জালাল উদ্দিন, খোরশেদ আলম, আজগর হোসেন প্রমূখ।
এছাড়াও রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক- সহকারী শিক্ষকসহ বিপুল সংখ্যক অভিভাবক,গন্যমান্য ব্যক্তিবর্গসহ দ্যা স্কলার্স ফোরামের সদস্য আয়ুব খান,দীপন বৈষ্ণব, রেজাউল করিম,জামাল উদ্দিন, শিমুল কর, মোজাম্মেল হক,মোহাম্মদ ইউছুপ,পলাস কুমার চৌধুরী, কাজল বিন্দু বণিক, দীপন বৈঞ্চর, রেজাউল করিম, কে.এম. আলমগীর, জামাল উদ্দিন, শিমুল কর, মোজাম্মেল হক, বিজয় বড়ুয়া ও মোহাম্মদ আবুল খায়েরসহ প্রমূখ উপস্থিত ছিলেন।
রাঙ্গুনিয়া পরীক্ষায় ৪র্থ ও ৫ম শ্রেণির ৮৫ টি স্কুলের একহাজারের অধিক শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।