চট্টগ্রামে রাঙ্গুনিয়ার উত্তর পদুয়ায় নারিশ্চা মাজার প্রাঙ্গণে বিপুল উৎসাহ ও উৎসবমুখর পরিবেশে ধর্মীয় রীতিনীতি পালনের মধ্যে দিয়ে রুহুল আশেকীন, অলিকুল শিরোমণি,হযরত রাওয়া, মুশকিল কোশা ও হযরত মাওলানা আলহাজ্ব শাহ সুফি সৈয়দ আবদুস ছত্তার শাহ নকশবন্দিয়া (রহ.) বার্ষিক ওরশ শরীফ মঙ্গলবার(২০ফেব্রুয়ারি) দিনব্যাপী কর্মসূচী,রাতব্যাপী মিলাদ ও মুশারা মাহফিলের মধ্যে দিয়ে উদযাপন করা হয়েছে।
দরবার-এর সাজ্জাদানশীন মরহুম সৈয়দ লুৎফুল হুদা এর সন্তান সৈয়দ মুহাম্মদ আহসানুল হুদা(সাব্বির) এর আর্থিক ও সার্বিক তত্বাবধানে ইয়াছিন তালুকদার, মুহাম্মদ সালাউদ্দিন তালুকদারসহ এলাকাবাসী ও প্রবাসীদের সহযোগিতায় অনুষ্ঠিত হয়।
ওরশ শরীফ উদযাপন কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক মুহাম্মদ আবু তাহের এর সভাপতিত্বে মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রীর ছোট ভাই চ্যানেল আই ঘোষিত পরিবর্তনের নায়ক আলহাজ্ব এরশাদ মাহমুদ,উদ্বোধক ছিলেন দক্ষিণ শিলক তৈয়বীয়া নুরীয়া ছত্তারীয়া দাখিল মাদ্রাসার সাবেক সিনিয়র আরবি প্রভাষক মাওলানা আবদুল হামিদ নঈমী,প্রধান আলোচক ছিলেন রানীরহাট আল আমিন হামিদিয়া ফাযিল মাদ্রাসার আরবি প্রভাষক আলহাজ্ব মাওলানা গাজী আবুল কালাম বয়ানী,প্রধান বক্তা ছিলেন আহমদিয়া হোসাইনিয়া সুন্নীয়া মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাফেজ ক্বারীে জুবায়ের হোসেন কাদেরী।
ওরশ শরীফে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু জাফর,শিলক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম তালুকদার,সাবেক চেয়ারম্যান শহীদুল্লাহ্ চৌধুরী আইয়ুব খান,পদুয়া ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক বদিউজ্জামাল বদি, সহ সভাপতি ও মসজিদ কমিটির সাধারণ সম্পাদক কাজী আমিনুল ইসলাম আমিন,অর্থ সসম্পাদক মুহাম্মদ জসিম উদ্দিন,রাঙ্গুনিয়া উপজেলা ইসলামী ফ্রন্টের সহ সভাপতি মাওলানা করিম উদ্দিন নুরী, মাওলানা আবদুল হাকিম,শিলক ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক মাস্টার আনোয়ার হোসেন,ইউপি সদস্য মোহাম্মদ হোসেন,সাবেক ইউপি সদস্য এমদাদ হোসেন চৌধুরী,ইউপি সদস্য মোহাম্মদ হোসেন, আমির আলীর, আব্বাস আলী, লিয়াকত আলীসহ ভক্ত ও আশেক বৃন্দ।
অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করেন দরবার-এ সাজ্জাদানশীন সৈয়দ মুহাম্মদ আহসানুল হুদা (সাব্বির)।
মাহফিলের শেষে সাজ্জাদানশীন সৈয়দ মুহাম্মদ আহসানুল হুদা (সাব্বির) বলেন,এলাকাবাসী ও প্রবাসীদের সহযোগিতায় আমরা পারিবারিকভাবে বিশেষ করে আওলাদ শহিদ সৈয়দ খাজা আহমদ প্রকাশ খায়েজ আহমদ,শাহজাদা মরহুম সৈয়দ লুৎফুল হুদা, শাহজাদা সৈয়দ শামশুল হুদা,শাহজাদা মরহুম সৈয়দ কাউকাবুল হুদা,শাহজাদা সৈয়দ মুহাম্মদ নজমুল হুদা ( কামাল), শাহজাদা সৈয়দ মঞ্জুরুল হুদা ( মঞ্জু) এর পরিবার বর্গের সহযোগিতায় সুন্দর ও সুষ্ঠুভাবে ওরশ শরীফ সম্পূর্ণ করতে পারায় সকলে ধন্যবাদ ও মোবারকবাদ। ইনশাআল্লাহ, সবার সহযোগিতা পেলে প্রতিবছর ওরশ শরীফ উদযাপন করা হবে।