

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পোমরা শান্তিরহাট বাজারের দক্ষিণ গলিতে নতুন আঙ্গিকে, নতুন সাজে সাজমা ইভেন্ট গাউছিয়া শেরোওয়ানী হাউসের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৭ নভেম্বর) বিকালে সাজমা ইভেন্ট গাউছিয়া শেরোওয়ানী ষ্টোর এর শুভ উদ্বোধন করেন শান্তিরহাট ব্যবসায়া সমিতির নেতৃবৃন্দসহ সাজমা ইভেন্ট গাউছিয়া শেরোওয়ানী ষ্টোর এর সত্ত্বাধিকারী বিশিষ্ট প্রবীণ ব্যবসায়ী মোহাম্মদ ইদ্রিস।

এ সময় উপস্থিত ছিলেন শান্তিরহাট ব্যবসায়ী সমিতির উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী আলিউর রহমান,ডাক্তার রফিক,সাধারণ সম্পাদক জাকির হোসেন সওদাগর, সহ সভাপতি ইউপি সদস্য ইকবাল হোসেন সাদ্দাম, সাবেক অর্থ সম্পাদক মোহাম্মদ সেলিম সওদাগরসহ অন্যান্য ব্যবসায়ী বৃন্দ।

দোকানের মালিক ইদ্রিস জানান,এখানে গায়ে হলুদ, মেহেদী ও বিয়ে অনুষ্ঠানে শেরোওয়ানী, ভিডিওসহ আনুষাঙ্গিক ভাড়া দেয়াসহ ভিডিও ভাড়া দেয়া হয়। পরে দোকানের উন্নতি ও সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।