

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সিনিয়র সদস্য,পারুয়া ইউনিয়নে শেখ রাসেল স্মৃতি সংসদের র্প্রতিষ্টতা সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় আওয়ামী পরিবার, কাতারের সহ সভাপতি বিশিষ্ট সমাজসেবক,শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ আলহাজ্ব নাছির উদ্দীন তালুকদারকে সংবর্ধনা প্রদান করেন সরফভাটার সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের পরিবার।
বুধবার (৩ এপ্রিল) বিকালে সরফভাটার ইত্যাদি চত্বরে অনুষ্ঠিতব্য ঈদ উপহার বিতরণী অনুষ্ঠানে তাঁকে এ সংবর্ধনা প্রদান করা হয়।

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তারুণ্যের পরিবারের সভাপতি মোহাম্মদ ইউনুস ও সরফভাটা ইউনিয়ন আ’লীগের সভাপতি মাস্টার আবদুর রউফ এর হাতে থেকে তিনি সংবর্ধনার ক্রেস্ট গ্রহণ করেন।
এসময় তিনি তারুণ্যের পরিবারের সফলতা কামনা করেন এবং তাকে সংবর্ধীয় করায় তারুণ্যের পরিবার বিশেষ করে সংগঠনের সভাপতি মোহাম্মদ ইউনুস এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংগঠন এর সভাপতি মোহাম্মদ ইউনুস জানান,নাছির উদ্দীন তালুকদার একজন সমাজসেবক, শিক্ষানুরাগী এবং রাজনৈতিক ব্যত্তিত্ব ছিলেন। তিনি সমাজ ও এলাকার অসহায় মানুষের সহযোগিতাসহ পাশে দাঁড়ানোর পাশাপাশি রাজনৈতিক কর্মকান্ডে যথেষ্ট ভূমিকা পালন করছেন। আমি তার সফলতা কামনা করি।