

পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে সারাদেশের মত চট্টগ্রামে রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করা হয়েছে।
উপজেলার পোমরা শান্তিরহাট ও পৌরসভার রোয়াজারহাট বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ৩ টি মামলায় ২৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সোমবার (৩ মার্চ) বিকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান।

এ সময় মূল্য তালিকা না রাখা, ক্রয়মূল্যের রশিদ না থাকা ও অধিক মূল্যে পণ্য বিক্রি ২৪ হাজার টাকার জরিমানা করা হয়েছে। ইউএনও বলেন,ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় জরিমানা আদায় করা হয়েছে। রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে অভিযান অব্যাহত থাকবে।
এসময় রোয়াজারহাট ব্যবসায়ী সমিতির আহবায়ক আবদুল শুক্কুর, সদস্য সচিব দিদার লাহিড়ী, যুগ্ম আহবায়ক মোহাম্মদ ফারুক, রাঙ্গুনিয়া প্রেসক্লাবে সভাপতি ইলিয়াস শিকদার, সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরীসহ সহযোগিতা করেন পুলিশ প্রশাসন।