

মুহাম্মদ দেলোয়ার হোসাইন :; চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পদুয়া কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দ.) উদযাপন উপলক্ষে মিলাদ মাহফিল বুধবার (২ সেপ্টেম্বর) রাতে মসজিদের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

পদুয়া কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব লায়ন শওকত আলী নুর এর সভাপতিত্বে মাহফিলে ও হযরত মুহাম্মদ (স.) জীবনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাটহাজারীর ফরহাদাবাদ কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মাওলানা ছৈয়দ হাফেজ আহমদ,প্রধান বক্তার বক্তব্যে রাখেন ছোবহানীয়া আলিয়া কামিল মাদরাসার ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মাওলানা মোহাম্মদ শাহজাহান।
মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কাজী আবছার উদ্দিন এর সঞ্চালনায় মিলাদ ও দোয়া মাহফিলেবিভিন্ন ওলামায়ে কেরাম কুরআন ও সুন্নাহ আলোকে বক্তব্য রাখবেন রাজারহাট জামে মসজিদের খতিব মাওলানা করিম উদ্দিন নুরী, পদুয়া কেন্দ্রীয় মসজিদের খতীব মাওলানা জয়নাল আবেদীন আলকাদেরী,পেশ ঈমাম হাফেজ মাওলানা জমির উদ্দিন আলকাদেরী।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবদুর রহমান, আবুল কাশেম মাস্টার, রেজাউল করিম, গিয়াস উদ্দিন বাবুল, ফখরুদ্দিন আযাদ, তাজর মুল্লুক, আবদুল হক, মাওলানা আনিসুর রহমান, ইকবাল হোসেন তালুকদার, জুলফিকার আলি, দেলওয়ার হোসেন তালুকদার, কাজী আরকান উদ্দিন মেম্বার, কোরবান আলী, নুরুল আলম, কাজী ফজলুল হক, নুর মোহাম্মদ, নাসির উদ্দিন রক্সী, মাওলানা নুরুল আজিম প্রমুখ।
