

চট্টগ্রাম এর রাঙ্গুনিয়ায় পররাষ্ট্র মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি’র পক্ষ থেকে সৌদি আরব প্রবাসী আলহাজ্ব মুহাম্মদ সোলায়মান মক্কা পক্ষ থেকে পারুয়া ইউনিয়ন এর দরিদ্র অসহায় শীতার্ত ছয়শো মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৬ জানুয়ারি) বিকালে কাটাখালী বাংলা বাজার সংলগ্ন মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রীর পারিবারিক দাতব্য প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশনের চেয়ারম্যান খালেদ মাহমুদ।

আ’লীগের নেতা কাজী মামুনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একতেহার হোসেন, সাবেক চেয়ারম্যান জাহেদুর রহমান তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সদস্য কাজী জহুরুল ইসলাম,উপজেলা যুবলীগের সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী, বিশিষ্ট শিশু ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. ইকবাল হোসাইন, যুবলীগ নেতা মাহমুদুল হাসান,ইউপি সদস্য প্রবীর মহাজন হৃদয়,ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ,ছাত্রলীগ নেতা ইমাম হোসেন ইমন,আবু তৈয়ব,আব্দুল কুদ্দুস, আহমদ রেজা আরিফ প্রমুখ৷ শেষে পারুয়া ইউনিয়নের বিভি ওয়ার্ড থেকে আগত দুস্থ অসহায় শীতার্ত ও স্থানীয় মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
